শেন ওয়ার্নকে সেরা স্পিনার মানেন না গাভাস্কার

সুনীল গাভাস্কার
Vinkmag ad

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণে মর্মাহত ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। তবে ওয়ার্নকে সর্বকালের সেরা স্পিনার হিসেবে মনে করেন না তিনি।

ইন্ডিয়া টুডে টেলিভিশন চ্যানেলের একটি প্রোগ্রামে এ কথা বলেন গাভাস্কার। শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুইতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওয়ার্ন।

একইদিন সকালে অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি ক্রিকেটার উইকেটরক্ষক রডনি মার্শও পরলোকগমন করেন।

‘২৪ ঘন্টার মধ্যে ক্রিকেট বিশ্ব ২ জন নক্ষত্রকে হারালো। শুধু অস্ট্রেলিয়ার ক্রিকেট নয়, পুরো পৃথিবী এতে শোকাহত। প্রথমে রড মার্শ, এরপর শেন ওয়ার্ন। অবিশ্বাস্য। এটা মেনে নেওয়া কষ্টকর,’ বলেন গাভাস্কার।

‘ওয়ার্ন রিস্ট স্পিনের মত কঠিন জিনিসকে রপ্ত করেছিলেন। টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়া, ওয়ানডেতে কয়েকশো উইকেট পাওয়াই প্রমাণ করে সে কত ভালো বোলার ছিল।’

‘ফিঙ্গার স্পিন কিছুটা সহজ। আপনি যে ধরণের বোলিং করতে চান, সেটাই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ফিঙ্গার স্পিনে। কিন্তু লেগ স্পিন বা রিস্ট স্পিন কঠিন। ওয়ার্ন যেভাবে বোলিং করতো, জাদু দেখাতো স্পিনে, এসবের কারণে সে বিশ্বজুড়ে সমাদৃত ছিল।’

তবে ওয়ার্নকে মোটেও সর্বকালের সেরা স্পিনার হিসেবে মনে করেন না গাভাস্কার। তার মতে মুরালিধরন (৮০০ টেস্ট উইকেট) ও ভারতীয় স্পিনাররা ওয়ার্নের থেকে ঢের এগিয়ে।

‘আমার মতে, ওয়ার্নের চেয়ে মুরালিধরন ও ভারতীয় স্পিনাররা বেশ এগিয়ে আছে। কেননা ভারতের মাটিতে ওয়ার্নের রেকর্ড একদম সাধারণ মানের।’

‘ভারতীয় ক্রিকেটারদের বিপক্ষে ওয়ার্ন তেমন সাফল্য পায়নি। আমি মনে করি না তাকে সেরা বলা উচিত হবে আমার। ভারতের বিপক্ষে মুরালিধরনের সফলতাই ওয়ার্নের থেকে এগিয়ে রাখবে। এটা আমার অভিমত।’

‘ওয়ার্ন বেশ আমোদপ্রিয় ছিল। জীবনটাকে বেশ উপভোগ করতো। সে একদমই নিজের মত চলতো। হয়তো তার হৃদয় সেটিকে গ্রহণ করতে পারেনি এবং সে পৃথিবী দ্রুত বিদায় নিলো,’ জানান গাভাস্কার।

৯৭ ডেস্ক

Read Previous

বেফাঁস মন্তব্যে ফেঁসে যাওয়া সাইফউদ্দিন প্রশ্ন তুললেন সাংবাদিকদের অস্ত্বিত্ব নিয়ে

Read Next

আগে ভয় পেলেও এখন আর পান না সুজন

Total
0
Share