বেফাঁস মন্তব্যে ফেঁসে যাওয়া সাইফউদ্দিন প্রশ্ন তুললেন সাংবাদিকদের অস্ত্বিত্ব নিয়ে

বেফাঁস মন্তব্যে ফেঁসে যাওয়া সাইফউদ্দিন প্রশ্ন তুললেন সাংবাদিকদের অস্ত্বিত্ব নিয়ে
Vinkmag ad

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে চোটে পড়ে ছিটকে যান মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর পুনর্বাসন প্রক্রিয়ায় কেটে গেছে ৫ মাস। বিসিবির সকল সুযোগ সুবিধা ব্যবহার করে নিজের ফিরে আসার প্রস্তুতি নেওয়া সাইফউদ্দিন সংবাদমাধ্যমে করে বসেন বেফাঁস মন্তব্য। কোচিং স্টাফের কেউ এই সময়টায় যোগাযোগ করেনি বলে তুলেছেন অভিযোগ, এ নিয়ে বিসিবিতে তাকে তলবও করা হয়েছে। নিজের ভুল বুঝে সাইফউদ্দিন হয়েছেন অনুতপ্ত, তবে সংবাদমাধ্যমকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়।

দেশের ক্রিকেট উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আগেরদিন প্রশ্ন তোলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একদিনের মাথায় এবার সাংবাদিকদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুললেন সাইফউদ্দিন।

তার মতে আগেরদিন দেওয়া তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যে কারণে তাকে বিসিবির শুনানিতে উপস্থিত হয়েছে। নিজের আরও সতর্ক হওয়া উচিৎ ছিল উল্লেখ করে সাইফউদ্দিন দায়ের বেশিরভাগটা দিতে চেয়েছেন সাংবাদিকদের উপর।

তিনি বলেন, ‘কঠোরতো আপনারা করছেন (সংবাদমাধ্যমে ক্রিকেটারদের কথা বলায় বিসিবির কঠোরতা), আপনারা তিলকে তাল বানান। ছোট একটা জিনিসে বড় ফাঁক তৈরি করে ফেলেন। একট জিনিস আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকে ক্রিকেট বোর্ড, আমরা ক্রিকেটাররা যদি না থাকি তাহলে আপনাদের কোন অস্তিত্ব পাওয়া যাবে না।’

‘আমরা যদি দেশের বাইরে ট্যুর না করি, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশগ্রহণ না করি, আপনারাও দেশের হয়ে ওখানে প্রতিনিধিত্ব করতে পারবেন না। আমাদের সতর্ক থাকতে হবে, আর আপনাদের পেশাদারিত্ব বাড়াতে হবে।’

অথচ আগেরদিন সাইফউদ্দিন অভিযোগ করে সংবাদমাধ্যমে বলেন, ‘আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়ত চিন্তাভাবনা করব। গত সাড়ে ৫ মাস মাঠের বাইরে ছিলাম।’

‘জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট কেউই আমার সাথে যোগাযোগ করেনি। তো আমি নিজ থেকে আসলে কী বলব? যদি দল মনে করে আমার প্রয়োজন, তখন আমি জাতীয় দল নিয়ে কথা বলব। এখন আবাহনীতে আছি, মনোযোগ এখানেই।’

গতকাল করা অভিযোগের ভীড়ে সাইফউদ্দিন একবারও বিসিবির কাছ থেকে পাওয়া সুযোগ সুবিধার উল্লেখ করেননি। যেখানে দিন কয়েক আগেই বিসিবির অর্থায়নে ইংল্যান্ড থেকে চিকিৎসা করিয়ে আসেন। ৫ মাসের পুনর্বাসন প্রক্রিয়ায় তার সাথে বিসিবি ফিজিওর নিয়মিত যোগাযোগের বিষয়টিও এড়িয়ে আড়ালে রাখেন সাইফউদ্দিন।

সাংবাদিকদের দায়ী করে সাইফউদ্দিনের করা মন্তব্যে অবশ্য নজর দিচ্ছে বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলছেন এ নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

‘আমরাতো এখন এটা নতুন করে জানলাম। এটাতো আমরা জানতাম না। আমি দেখলাম উপর থেকে সে সাক্ষাতকার দিচ্ছে। এটাতো আমি জানি না। তাকে জিজ্ঞেস করা হবে কেন এই কথাটা বললো।’

আজ বিসিবি কররাদের তলবের পর সাইফউদ্দিন নিজে অবশ্য স্বীকার করেছেন আগেরদিন সংবাদমাধ্যমে দেওয়া তার বক্তব্যে কিছু জিনিস উল্লেখ ছিল না। আরও সতর্ক হওয়া উচিৎ ছিল কথাবার্তায়।

‘আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ঐ জিনিসগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। বিশেষ করে আমি হতাশা থেকে কথাগুলো বলেছি। আমি একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে।’

‘এ জিনিসগুলো না বলে আমি আসলে বেঁফাস কিছু কথা বলে ফেলেছি। যার কারণে আমি নিজেও অনুতপ্ত। যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, আমরা ইনজুরি হলে বা অফ ফর্ম হলে উনারাই আমাদের দেখভাল করে। তো আমি আসলে উনাদের বিরুদ্ধে বলিনি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড ঘোষণা

Read Next

শেন ওয়ার্নকে সেরা স্পিনার মানেন না গাভাস্কার

Total
0
Share