

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পূর্ণশক্তির স্কোয়াডই ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। প্রোটিয়াদের দল গড়তে আইপিএল বাধা হয়ে দাঁড়ায়নি।
১৬ সদস্যের দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের ৮ জন আসন্ন আইপিএলের অংশ। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, র্যাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো জানসেন।
যদিও আইপিলের অংশ আনরিখ নরকিয়া নেই ফিটনেস ইস্যুতে, একই কারণে দলে জায়গা হয়নি সিসান্দা মাগালার।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে আইপিএল শুরুর কেবল ৩ দিন আগে। যেকারণে স্কোয়াডের অংশ থাকা ক্রিকেটাররা আইপিএলের শুরুর কিছু অংশ মিস করবেন।
Temba Bavuma will lead a 1️⃣ 6️⃣-strong #Proteas squad for the 3️⃣ match #BetwayODISeries against Bangladesh. ????
???? 18-23 March
????️ SuperSport Park, Centurion | Imperial Wanderers, Johannesburg#SAvBAN #BePartOfIt pic.twitter.com/LpoN1mry0l— Cricket South Africa (@OfficialCSA) March 8, 2022
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড-
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ অধিনায়ক), কুইন্টন ডি কক, জুবায়ের হামজা, মার্কো জানসেন, ইয়ানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েইন পারনেল, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, র্যাসি ভ্যান ডার ডুসেন ও কাইল ভেরেনে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড-
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, কাজী নুরুল হাসান সোহান।
১২ মার্চ দক্ষিণ আফ্রিকায় পৌছাবে বাংলাদেশ দল। একদিন বিশ্রাম নিয়ে ১৪ তারিখেই শুরু করবে অনুশীলন। ১৫ মার্চ জোহানেসবার্গে খেলবে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ। ১৮, ২০ ও ২৩ মার্চ মাঠে গড়াবে ৩ টি ওয়ানডে।
এরপর টেস্ট সিরিজের আগে ২৬-২৭ মার্চ দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৩১ মার্চ ১ম টেস্ট ও ৮ এপ্রিল ২য় টেস্ট শুরু হবে। বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা ত্যাগ করবে ১৩ এপ্রিল।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচিঃ
১ম ওয়ানডে- ১৮ মার্চ, সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ান
২য় ওয়ানডে- ২০ মার্চ, ইম্পেরিয়াল ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ
৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ান
১ম টেস্ট- ৩১ মার্চ- ৪ এপ্রিল, হলিউডবেটস কিংসমেড, ডারবান
২য় টেস্ট- ৮ এপ্রিল-১২ এপ্রিল, সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট গ্রাউন্ড, কেবেরহা।