

একদিন আগে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন সংবাদমাধ্যমে জানিয়েছেন চোটে পড়ে ছিটকে যাওয়ার পর তার সাথে টিম ম্যানেজমেন্ট যোগাযোগ করেনি। অথচ দিন কয়েক আগেও বিসিবির অর্থায়নে ইংল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসেন সাইফউদ্দিন। আর এতেই বিসিবিতে ডাক পড়ে তার, বেফাঁস মন্তব্য করে অনুতপ্তও হয়েছেন।
গত অক্টোবরে পিঠের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান সাইফউদ্দিন। এরপর এখনো পর্যন্ত খেলেননি প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেট। তবে পুনর্বাসন প্রক্রিয়া শেষে প্রস্তুত হচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য, খেলবেন আবাহনীর হয়ে।
কিছুদিন আগে বোর্ডের অর্থায়নে ইংল্যান্ড থেকে চিকিৎসা করিয়ে আসেন সাইফউদ্দিন। তবে কোচিং স্টাফ নিয়ে ছিল অভিযোগ, গতকাল জানান তার সাথে এই পুরো সময়ে যোগাযোগ করেনি কোচিং স্টাফ। তবে ইংল্যান্ডে চিকিৎসা নেওয়ার বিষয়টিও উল্লেখ করেননি সাইফউদ্দিন।
আর এ কারণেই আজ (৮ মার্চ) তাকে বিসিবিতে তলব করা হয়। খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়। বোর্ড কর্তাদের সাথে আলাপ শেষে সাইফউদ্দিনও জানান তিনি আগেরদিনের ঘটনায় তিনি অনুতপ্ত।
সংবাদমাধ্যমকে মিরপুরে তিনি বলেন, ‘আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ঐ জিনিসগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। বিশেষ করে আমি হতাশা থেকে কথাগুলো বলেছি। আমি একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে।’
‘এ জিনিসগুলো না বলে আমি আসলে বেঁফাস কিছু কথা বলে ফেলেছি। যার কারণে আমি নিজেও অনুতপ্ত। যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, আমরা ইনজুরি হলে বা অফ ফর্ম হলে উনারাই আমাদের দেখভাল করে। তো আমি আসলে উনাদের বিরুদ্ধে বলিনি।’
‘আপনারা যারা সাংবাদিক আছে তারা বক্তব্যের অপব্যবহার করেছেন। আমি হয়তো বুঝাতে চেয়েছি অন্যভাবে। আমারও কিছু কথা আমি বুঝিয়ে বলতে পারিনি, এটা আমারই ভুল। এগুলো নিয়েই কথা হয়েছে, কেন এগুলো বললাম, আমিতো বিসিবির টাচে ছিলাম, রিহ্যাবে ছিলাম।’