

টপ অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ভালোই জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের ১ম ইনিংসে ৪৭৬ রানের জবাবে ৩য় দিন শেষে ২ উইকেটে ২৭১ রান করেছে সফরকারীরা। এখনও তারা পিছিয়ে আছে ২০৫ রানে।
বিনা উইকেটে ৫ রান নিয়ে দিন শুরু করে অজিরা। উদ্বোধনীতে চমৎকার ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ১৫৬ রানের দারুণ জুটি গড়ে ওঠে এ দুইজনের মাঝে।
১১৪ বলে ১২ চারের সহায়তায় ৬৮ রান করেন ওয়ার্নার। তাকে বিদায় করে পাকিস্তানের জন্য ১ম সাফল্য এনে দেন অফ স্পিনার সাজিদ খান। এরপর মারনাস লাবুশেইনের সাথে ৪৭ রানের জুটি হয় খাজার।
সেঞ্চুরির পথেই ছিলেন খাজা। তবে নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে বঞ্চিত হন তিনি। ১৫৯ বলে ১৫টি চারে ৯৭ রানের চমকপ্রদ ইনিংস উপহার দেন পাকিস্তানি বংশোদ্ভূত এ বাহাতি ব্যাটসম্যান।
এরপর স্টিভ স্মিথকে সঙ্গী করে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি উপহার দেন লাবুশেইন। দুই ওপেনারের মত তিনিও হাফ সেঞ্চুরির দেখা পান। আলো স্বল্পতায় ৩য় দিনের খেলা শেষ হওয়ার আগে লাবুশেইন ৬৯ ও স্মিথ ২৪ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের পক্ষে সাজিদ ও নোমান আলি ১টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোরঃ ৩য় দিন শেষে
পাকিস্তানের ১ম ইনিংসঃ ৪৭৬/৪ (১৬২), শফিক ৪৪, ইমাম ১৫৭, আজহার ১৮৫, বাবর ৩৬, রিজওয়ান ২৯*, ইফতিখার ১৩*; লায়ন ৫২-৫-১৬১-১, কামিন্স ২৮-৫-৬২-১, লাবুশেইন ১২-০-৫৩-১
অস্ট্রেলিয়ার ১ম ইনিংসঃ ২৭১/২ (৭৩), খাজা ৯৭, ওয়ার্নার ৬৮, লাবুশেইন ৬৯*, স্মিথ ২৪*; সাজিদ ২৭-৪-৯৪-১, নোমান ১৫-৪-৪৯-১।