জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কা হারল ইনিংস ব্যবধানে

রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা
Vinkmag ad

রবীন্দ্র জাদেজার বীরত্বপূর্ণ অলরাউন্ড নৈপুণ্যে মোহালি টেস্টে ৩ দিনেই শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়েছে ভারত। ১ ইনিংস ও ২২২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা।

জাদেজাময় টেস্ট বললেও একদম ভুল হবে না। ব্যাটিংয়ে ১ম ইনিংসে করেছিলেন অপরাজিত ১৭৫ রান। এরপর বোলিংয়ে লঙ্কানদের ১ম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর ২য় ইনিংসে পান আরও ৪ উইকেট। স্বভাবতই ম্যাচ সেরার পুরস্কার নিয়ে বেগ পেতে হয়নি তাকে।

৪ উইকেটে ১০৮ রানে দিন শুরু করা লঙ্কানরা লাঞ্চের আগে মাত্র ১৭৪ রানে গুটিয়ে যায়। অপরাজিত ৬১ রান করলেও দলকে ফলোঅনের হাত থেকে রক্ষা করতে পারেননি পাথুম নিশাঙ্কা। এছাড়া চারিথ আসালঙ্কা করেন ২৯ রান।

জাদেজার ৫ উইকেট ছাড়াও জাসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট পান।

২য় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তাদের ব্যাটিং লাইনআপে ধ্বংসজজ্ঞ চালান জাদেজা, অশ্বিন ও মোহাম্মদ শামি। ১৭৮ রানে এবার শেষ হয়ে যায় সফরকারীদের ইনিংস।

লঙ্কানদের পক্ষে নিরোশান ডিকওয়েলা ৫১ রানে অপরাজিত থাকেন। ধনঞ্জয়া ডি সিলভা ৩০ ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ২৮ রান করেন।

জাদেজা ও অশ্বিন ৪টি করে এবং শামি ২টি উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারতের ১ম ইনিংসঃ ৫৭৪/৮ (১২৯.২)
আগারওয়াল ৩৩, রোহিত ২৯, বিহারি ৫৮, কোহলি ৪৫, পান্ট ৯৬, শ্রেয়াস ২৭, জাদেজা ১৭৫*, অশ্বিন ৬১, যাদব ২, শামি ২০*; লাকমাল ২৫-১-৯০-২, ফার্নান্ডো ২৬-১-১৩৫-২, কুমারা ১০.৫-১-৫২-১, এম্বুলদেনিয়া ৪৬-৩-১৮৮-২, ধনঞ্জয়া ১৮.২-১-৭৯-১, আসালঙ্কা ৩.১-০-১৪-০

শ্রীলঙ্কার ১ম ইনিংসঃ ১৭৪/১০ (৬৫)
করুণারত্নে ২৮, থিরিমান্নে ১৭, নিশাঙ্কা ৬১*, ম্যাথুজ ২২, ধনঞ্জয়া ১, আসালঙ্কা ২৯, ডিকওয়েলা ২, লাকমাল ০, এম্বুলদেনিয়া ০, ফার্নান্ডো ০, কুমারা ০; শামি ১২-৫-২৭-১, বুমরাহ ১৪-৩-৩৬-২, অশ্বিন ২০-৭-৪৯-২, জাদেজা ১৩-৪-৪১-৫

(ফলোঅন) শ্রীলঙ্কার ২য় ইনিংসঃ ১৭৮/১০ (৬০)
থিরিমান্নে ০, করুণারত্নে ২৭, নিশাঙ্কা ৬, ম্যাথুজ ২৮, ধনঞ্জয়া ৩০, আসালঙ্কা ২০, ডিকওয়েলা ৫১*, লাকমাল ০, এম্বুলদেনিয়া ২, ফার্নান্ডো ০, কুমারা ৪; অশ্বিন ২১-৫-৪৭-৪, শামি ৮-১-৪৮-২, জাদেজা ১৬-৫-৪৬-৪

ফলাফলঃ ভারত ১ ইনিংস ও ২২২ রানে জয়ী।

ম্যাচ সেরাঃ রবীন্দ্র জাদেজা (ভারত)।

৯৭ ডেস্ক

Read Previous

খেলার অবস্থা নেই, সাকিব বললেন বিরতি দরকার

Read Next

পিন্ডিতে দুই দলের ব্যাটারদের দাপট

Total
8
Share