

অস্ট্রেলয়ায় অনুষ্ঠিতব্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াতে দুই সপ্তাহের ক্যাম্প করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
আজ (৬ মার্চ) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এমনটা জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহের ক্যাম্প ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে একজন পাওয়ার হিটার কোচ নিয়োগের পরিকল্পনাও আছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার।
জালাল বলেন, ‘বিশ্বকাপের আগে অ্যাডিলেড অথবা পার্থে দুই সপ্তাহের ট্রেনিং আয়োজনের চেষ্টা করছি। ওখানে প্রাক-বিশ্বকাপ ক্যাম্প হবে। আশা করছি কার্যকরী একটা ক্যাম্প হবে।’
‘আমরা একজন পাওয়ার হিটার নিয়োগ নিয়েও ভাবছি। এটা অবশ্য এখনো আলাপ আলোচনাধীন অবস্থায় আছে।’
আগামী ১৬ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টির নতুন আসর। ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল। অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনিতে হবে ৪৫ ম্যাচ।
প্রথম সেমিফাইনাল ৯ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এবং ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে হবে দ্বিতীয় সেমিফাইনাল।
আসন্ন এই আসরে বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশকে। ফলে বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে ২৪ অক্টোবর। গ্রুপ-২ এ বাংলাদেশ পাবে ভারত পাকিস্তানকে। বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হোবার্ট সিডনি, ব্রিসবেন ও অ্যাডিলেড।