নাইমের পিঠ চাপড়ে দেওয়া লোকের অভাব হচ্ছে না, পরিকল্পনা নেই বাদ দেওয়ারও

ইভেন্ট সামনে রেখে রানের ক্ষুধা বাড়ে নাইমের
Vinkmag ad

গত বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান নাইম শেখের। বর্তমানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংও তার। তবে তার করা রান দলে কতটা কাজে লেগেছে তা নিয়ে আছে প্রশ্ন। টি-টোয়েন্টি বিরুদ্ধ ব্যাটিংয়ের পর সাম্প্রতিক সময়ে রানের দেখাও পাচ্ছেন না। কিন্তু নির্বাচক, অধিনায়কের পর এবার তাকে আগলে রাখলেন কোচ রাসেল ডোমিঙ্গোও।

২৬ ইনিংসে গত বছর নাইমের ব্যাটে রান ৫৭৫, আছে ৩ টি ফিফটিও। কিন্তু একজন ওপেনার হয়ে পাওয়ার প্লে কাজে লাগানোর সুযোগ পেয়েও তার স্ট্রাইক রেট এ সময় ১০০.৩৫। যা আধুনিক ক্রিকেটে ওয়ানডেতেও ক্ষেত্র বিশেষ দৃষ্টিকটু।

সর্বশেষ বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে নিজের মূল পজিশন ওপেনিংয়ে খেলার সুযোগ পাননি। তবে ৩ থেকে ৮ নম্বর ভিন্ন ভিন্ন কয়েকটি পজিশনে খেলে ৮ ম্যাচে সাকূল্যে রান ৫০!

তবে গত বছর করা ধীরগতির সর্বোচ্চ রানের দোহাই দিয়ে তাকে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা দেয় নির্বাচকরা। ২ ম্যাচেই ওপেন করেছেন নাইম, ফলাফল আরও খারাপ। প্রথম ম্যাচে ৫ বলে ২ ও দ্বিতীয় ম্যাচে ১৯ বলে ১৩।

তবে সব ছাপিয়ে নাইমকে পিঠ চাপড়ে দেওয়া লোকের অভাব হচ্ছে না। নির্বচাকদের পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও সিরিজ শুরুর আগে নাইমের হয়ে কথা বলেছেন। এবার বাজে এক সিরিজ কাটানোর পরও তাকে আগলে রাখছেন কোচ।

গতকাল (৫ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো সাফ জানিয়ে দিলেন অদূর ভবিষ্যতেও নাইমকে বাদ দেওয়ার পরিকল্পনা নাই তাদের।

তিনি বলেন, ‘৫ ম্যাচ আগে আমার ধারণা, বলা হচ্ছিল লিটনকে বাদ দেওয়া উচিত। ৫ ম‍্যাচে এখন বলা হচ্ছে, লিটন বিশ্বের সেরা ব‍্যাটসম‍্যান। কখনও কখনও খেলোয়াড়দের খেলায় ছন্দপতন ঘটে। সে সময় কোচ ও নির্বাচকদের সেই খেলোয়াড়ের পাশে থাকতে হয়। এটা কোচিংয়ের জন‍্য গুরুত্বপূর্ণ একটা ব‍্যাপার। একটা দল গঠনের জন‍্য গুরুত্বপূর্ণ ব‍্যাপার।’

‘সব সময় সবাই রান করবে না। কেউ কেউ বাজে সময়ের মধ‍্য দিয়েও যাবে। নাইমকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই। সে টি-টোয়েন্টিতে আমাদের সর্বোচ্চ র‍্যাঙ্কধারী ব‍্যাটসম‍্যান। দলে থাকাটা তার প্রাপ‍্য।’

৯৭ প্রতিবেদক

Read Previous

বড় সংগ্রহ জমা করে পাকিস্তানের ইনিংস ঘোষণা

Read Next

বিশ্বকাপ জয়ের চেয়েও রাশিদের চোখে বড় স্বপ্ন ঘরের মাঠে খেলা

Total
0
Share