

ক্রিকেট ভক্তদের কাদিয়ে গতকাল (৪ মার্চ) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার তথা ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার মৃ-ত্যুতে শোকের মাতম ক্রিকেট পাড়ায়।
শেন ওয়ার্নের মৃ-ত্যুতে অস্ট্রেলিয়ায় তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে শোক পালন করছে ক্রিকেট সংশ্লিষ্টরা।
মোহালিতে আজ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্টের ২য় দিনের আগে রড মার্শ ও শেন ওয়ার্ন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অংশ নেয় দুই দলই। সবাই নামে কালো আর্মব্যান্ড পরে।
A minute’s silence was observed before the start of play on Day 2 of the first Test for Rodney Marsh and Shane Warne who passed away yesterday. The Indian Cricket Team will also be wearing black armbands today.@Paytm #INDvSL pic.twitter.com/VnUzuqwArC
— BCCI (@BCCI) March 5, 2022
রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার চলমান টেস্টের ২য় দিনও শুরু হয় দুই দলের এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। পেশোয়ারে হা-ম-লার শিকার হওয়া ভি-ক্টি-মদেরও স্মরণ করা হয়।
One-minute silence observed in Pindi Stadium for Peshawar victims and Shane Warne. #PAKvAUS pic.twitter.com/5vIspAVmyr
— Pakistan Cricket (@TheRealPCB) March 5, 2022
নীরবতা পালন করা হয় নারীদের বিশ্বকাপে আজকের ম্যাচগুলোর আগেও।
— Cricket97 (@cricket97bd) March 5, 2022
এদিকে আজ বেলা ৩ টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ২য় ও শেষ টি-টোয়েন্টির আগেও বাংলাদেশ ও আফগানিস্তান দল নীরবতা পালন করবে শেন ওয়ার্ন ও রড মার্শ স্মরণে। গতকাল এই দুই কিংবদন্তির মৃ-ত্যুতে শোক জানায় বিসিবি, সেখানেই এই তথ্য জানায় তারা।