পিন্ডি, মোহালি, ডুনেডিন সবখানে শেন ওয়ার্ন স্মরণ

পিন্ডি, মোহালি, ডুনেডিন সবখানে শেন ওয়ার্ন স্মরণ
Vinkmag ad

ক্রিকেট ভক্তদের কাদিয়ে গতকাল (৪ মার্চ) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার তথা ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার মৃ-ত্যুতে শোকের মাতম ক্রিকেট পাড়ায়।

শেন ওয়ার্নের মৃ-ত্যুতে অস্ট্রেলিয়ায় তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে শোক পালন করছে ক্রিকেট সংশ্লিষ্টরা।

মোহালিতে আজ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্টের ২য় দিনের আগে রড মার্শ ও শেন ওয়ার্ন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অংশ নেয় দুই দলই। সবাই নামে কালো আর্মব্যান্ড পরে।

রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার চলমান টেস্টের ২য় দিনও শুরু হয় দুই দলের এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। পেশোয়ারে হা-ম-লার শিকার হওয়া ভি-ক্টি-মদেরও স্মরণ করা হয়।

নীরবতা পালন করা হয় নারীদের বিশ্বকাপে আজকের ম্যাচগুলোর আগেও।

এদিকে আজ বেলা ৩ টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ২য় ও শেষ টি-টোয়েন্টির আগেও বাংলাদেশ ও আফগানিস্তান দল নীরবতা পালন করবে শেন ওয়ার্ন ও রড মার্শ স্মরণে। গতকাল এই দুই কিংবদন্তির মৃ-ত্যুতে শোক জানায় বিসিবি, সেখানেই এই তথ্য জানায় তারা।

৯৭ ডেস্ক

Read Previous

এমসিজিতে শেন ওয়ার্নের নামে হচ্ছে স্ট্যান্ড

Read Next

আজও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন রাব্বি

Total
0
Share