

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। অস্ট্রেলিয়ার বোলারদের নিরাশ করে ১ উইকেটে ২৪৫ রানে দিন শেষ করেছে বাবর আজমের দল। সেঞ্চুরি পেয়েছেন ওপেনার ইমাম উল হক, হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনে নামা আজহার আলি।
২৪ বছর পর টেস্ট খেলতে এসে হতাশায় ভুগেছে অজিরা। সকালে টসে জিতে ব্যাটিং নিতে ভুল করেননি বাবর। যোগ্য জবাব দিয়েছেন টপ অর্ডারের ব্যাটসম্যানরা।
ওপেনিংয়ে ইমামের সাথে ব্যাটিংয়ে নামেন আবদুল্লাহ শফিক। অনায়াসে ১০৫ রানের জুটি গড়েন এ দুইজন। ব্যক্তিগত ৪৪ রানে নাথান লায়নের শিকারে পরিণত শফিক। ৮ জন বোলার ব্যবহার করেও সারাদিনে ঐ একটি সাফল্যই পেয়েছে প্যাট কামিন্সের দল।
আজহারকে নিয়ে ইমাম দলের স্কোর আরও বড় করেন। ২য় উইকেটে এ দুইজন এখন পর্যন্ত ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।
২৭১ বলে ১৫টি চার ও ২টি ছয়ের মারে ১৩২ রানে অপরাজিত আছেন ইমাম। ১৬৫ বলে ৪ চার ও ১ ছয়ে ৬৪ রানে ক্রিজে আছেন আজহার।
সংক্ষিপ্ত স্কোরঃ ১ম দিন শেষে
পাকিস্তানঃ ২৪৫/১ (৯০)
শফিক ৪৪, ইমাম ১৩২*, আজহার ৬৪*; লায়ন ৩১-৪-৮৭-১