টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলাররা গড়ল বিরল এক রেকর্ড

নাসুম-লিটনের দিনে বাংলাদেশের বড় জয়
Vinkmag ad

মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে ৬১ রানের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বিরল এক টি-টোয়েন্টি রেকর্ড গড়ল বাংলাদেশি বাঁ-হাতি বোলাররা। সঙ্গে সাকিব আল হাসান অংশ হলেন বেশ কিছু কীর্তির।

টাইগারদের দেওয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগান ব্যাটসম্যানরা মাত্র ৯৪ রান করতে সক্ষম হয়। মিরপুরের ম্যাচে আফগান ব্যাটসম্যানদের সব উইকেটই নিয়েছে বাংলাদেশের বাঁ-হাতি বোলাররা।

টি-টোয়েন্টি ইনিংসে এই প্রথম বাঁহাতি বোলাররাই বিপক্ষ দলের ১০ উইকেটের সবক’টি শিকার করেছে। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ৪টি, শরিফুল ইসলাম ৩টি, সাকিব আল হাসান ২টি ও মুস্তাফিজুর রহমান ১টি উইকেট দখলে নেন।

শ্রীলঙ্কান কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ বাংলাদেশের স্পিন কোচ হিসেবে দায়িত্বে আছেন।

এদিনই টি-টোয়েন্টিতে আরও বেশ কিছু রেকর্ডের মালিক হলেন সাকিব আল হাসান। বল হাতে সাকিবের নতুন কীর্তি ‘ডট বল রেকর্ড’। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড এখন সাকিব আল হাসানের দখলে। বলের হিসেবে ৮৪১টি (১৪০ ওভারের বেশি) ডট করেছেন সাকিব। সঙ্গে গড়লেন সীমিত ওভারের ম্যাচে ৪০০ এর বেশি আন্তর্জাতিক উইকেট শিকারের রেকর্ড।

সাথে নাসুম আহমেদ টি-টোয়েন্টির পাওয়ার-প্লেতেই ৪ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার।

৯৭ ডেস্ক

Read Previous

ইনজুরিতে দীপক চাহার, অনিশ্চিত পুরো আইপিএল

Read Next

বাদ পড়েছেন বলতে অস্বস্তি নেই লিটনের, ব্যাটিং পজিশন নিয়ে তর্ক করতে চান না

Total
0
Share