

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পাবার পর আজ শুরু টি-টোয়েন্টি সিরিজ। আফগানদের বিপক্ষে সিরিজের ১ম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ চট্টগ্রামে হলেও টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে মিরপুরে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ দলে অভিষিক্ত ক্রিকেটার দুইজন। মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলি রাব্বির হচ্ছে টি-টোয়েন্টি অভিষেক। মুনিম শাহরিয়ার সুযোগ পেলেও বাদ পড়তে হয়নি মোহাম্মদ নাইম শেখকে। একাদশে আছেন বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলে জায়গা হারানো লিটন দাসও।
বাংলাদেশ একাদশ-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি (অভিষেক), মুনিম শাহরিয়ার (অভিষেক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ নাইম শেখ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশেও আছে দুই অভিষিক্ত। দারউইশ রাসুলির সঙ্গে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে আজমতউল্লাহ ওমরজাইয়েরও।
আফগানিস্তান একাদশ-
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ ও দারউইশ রাসুলি।