

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর আগে আজ ও আগামীকাল হচ্ছে ক্রিকেটারদের দলবদল। আজ (২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে চলেছে ১ম দিনের কার্যক্রম।
প্রথম দিনে মোট ৩৮ ক্রিকেটার দল বদলে নতুন দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রথম দিনে মূল আকর্ষণ ছিলেন মাশরাফি বিন মর্তুজা।
Former Bangladesh ODI Captain Masrafe Bin MORTAZA joins Legends of Rupganj on the first day of the Dhaka Premier Division Cricket League 2021-22 player transfers.#BCB #cricket pic.twitter.com/e4BSYKg8Lj
— Bangladesh Cricket (@BCBtigers) March 2, 2022
এর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার খেলবেন লেজেন্ডস অব রুপগঞ্জের হয়ে। এছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে রনি তালুকদার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ছেড়ে এসেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সোহরাওয়ার্দি শুভও এসেছেন মোহামেডানে, শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে।
বিকেএসপির প্রান্তিক নওরোজ নাবিল গেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে। সৈয়দ খালেদ আহমেদ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি থেকে গেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে। খালেদের সতীর্থ হতে প্রাইম ব্যাংক ছেড়েছেন আরাফাত সানি।
ক্রিকেটারদের নতুন ক্লাব-
মোহামেডান স্পোর্টিং ক্লাব-
রুবেল মিয়া, রনি তালুকদার, সোহরাওয়ার্দি শুভ, জাহিদুজ্জামান খান।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-
তাইবুর রহমান পারভেজ, মেহরব হোসেন জোশি, রবিউল ইসলাম রবি, সুমন খান।
গাজী গ্রুপ ক্রিকেটার্স-
একেএম হুসনা হাবিব, প্রান্তিক নওরোজ নাবিল, আলমগীর হোসেন, আল আমিন, ফরহাদ হোসেন, মাহমুদুল হাসান লিমন, মিম মোসাদ্দেক, মিরাজ মাহবুব নিলয়, সাইদ সরকার, সৈয়দ খালেদ আহমেদ, আরাফাত সানি, মেহেদী হাসান সিদ্দিক, আশিকুর জামান।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব-
মোহাম্মদ রাকিব, রায়হান রাফসান রহমান, আনিসুল ইসলাম।
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড-
মোহাম্মদ সেন্টু, মোহাম্মদ মইন খান, রায়হান উদ্দিন, রাফসান আল মাহমুদ, শামসুল ইসলাম অনিক।
লেজেন্ডস অব রুপগঞ্জ-
মাশরাফি বিন মর্তুজা।
সিটি ক্লাব-
আমিনুর রহমান, তৌফিকুর রখান, শফিউল হায়াত হৃদয়, নাজমুল হোসেন, আবুল হালিম, শাহরিয়ার কামাল, জাকিরুল আহমেদ, মাইনুল ইসলাম, আবু নাসের ইবনে শহীদ।