

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম পাওয়া নিশ্চিতভাবেই মুনিম শাহরিয়ার। মূলত টি-টোয়েন্টি বিবেচনায় তার ব্যাটিং ধরণ তাকে আলাদা করছে অন্যদের চেয়ে। পাওয়ার-প্লে ব্যবহারে মুনিমের মতো কার্যকর কাউকে খুব কমই দেখা যায় বাংলাদেশে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকা এই ডানহাতির একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাও বেশি দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মুনিম নিজেকে চেনান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সর্বশেষ মৌসুমে। তবে এবারের বিপিএলে কেড়েছেন পুরো আলো। ৬ ম্যাচে ২৯.৬৬ গড়ে এক ফিফটিতে রান করেছেন ১৭৮। যেখানে রানের চেয়ে তার ১৫২.১৩ স্ট্রাইক রেট নজর কেড়েছে দারুণভাবে।
আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাওয়া মুনিমের প্রশংসায় পঞ্চমুখ ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান, কোচ খালেদ মাহমুদ সুজন। স্কোয়াডে ডাক পাওয়াতেই অবশ্য মুনিমের থেমে থাকার সম্ভাবনা কম। বরং আগামীকাল (৩ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতেই অভিষেক হয়ে যেতে পারে এই তরুণের।
ম্যাচ পূর্ববর্তী দিন সংবাদ সম্মেলনে মিরপুরে অধিনায়ক রিয়াদও দিলেন সেরকম আভাস। যদিও চূড়ান্ত একাদশ নির্বাচনের ক্ষেত্রে পুরোনো ব্যাখ্যাই দিলেন। উইকেট দেখা শেষ এখন টিম ম্যানেজমেন্টের সাথে আলাপের পরই সাজাবেন একাদশ।
রিয়াদ বলেন, ‘মুনিমের ভালো সুযোগ আছে কালকে। এখন নির্দিষ্ট করে বলতে পারবো না, আমরা উইকেটটা আজ দেখলাম। আমরা পরিকল্পনা করব আমাদের ব্যাটিং অর্ডারটা আমরা কীভাবে সাজাতেই চাই। শুধু টপ অর্ডার নিয়ে পরিকল্পনা করলেই হবে না, গোটা ব্যাটিং ইউনিট আমাদের ভালো করতে হবে।’
‘কোনোদিন টপ অর্ডার ভালো শুরু করবে না, মিডিল অর্ডার সেটা ক্যারি করবে, টপ অর্ডার ভালো শুরু করলে মিডল অর্ডার বিল্ডাপ করতে হবে। তো আমার মনেহয় এটা টোটাল টিম গেম টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা অনেক কঠিন। তবে টিম হিসেবে আমরা যদি খেলতে পারি তবে আমাদের ভালো সুযোগ আছে।’