

এবারই প্রথম আইসিসি নারীদের বিশ্বকাপের মূল মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল। মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেবার সুযোগ পাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। ইংল্যান্ডের বিপক্ষে গা গরমের ম্যাচে হারার পর পাকিস্তানের বিপক্ষেও হেরেছে বাংলাদেশ নারী দল।
লিংকনের লিংকন গ্রিনে পাকিস্তান নারী দলের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে হেরেছে বাঘিনীরা। ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন ফারজানা হক পিংকি।
টসে জিতে আগে ব্যাট করে পাকিস্তান। বৈরি আবহাওয়ার কারণে ৪২ ওভার ব্যাট করতে পারে তারা। ৭ উইকেট হারিয়ে রান তোলে ১৯৯। চারে নামা জাভেরিয়া খান ৪৪, পাচে নামা কাপ্তান বিসমাহ মারুফ ৩২ রান করেন।
এছাড়া শেষের দিকে আলিয়া রিয়াজ ৫০ ও ফাতিমা সানা ২৯ রান করেন। বাংলাদেশের পক্ষে ৩ টি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা ও রিতু মনি। ১ উইকেট নেন নাহিদা আক্তার।
জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হয় মন্দের ভাল। শামীমা সুলতানা ১৮ ও শারমিন আক্তার ১০ রান করে সাজঘরে ফেরেন।
তবে তিনে নামা ফারজানা হক পিংকি খেলেন দারুণ এক ইনিংস। ৯৫ বলে ৬ চারে ৭১ রান করে থামেন তিনি। তাকে সঙ্গ দিয়ে ৩০ রান করে আউট হন রুমানা আহমেদ।
তবে বাকিরা তেমন ভূমিকা না রাখতে পারলে ৪১.২ ওভারে ১৯৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে হারে নিগার সুলতানা জ্যোতির দল।
নারীদের বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি-
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা- ৫ মার্চ, ২০২২, ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড- ৭ মার্চ, ২০২২, ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
বাংলাদেশ বনাম পাকিস্তান- ১৪ মার্চ, ২০২২, সেডন পার্ক, হ্যামিল্টন
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ- ১৮ মার্চ, ২০২২, বে ওভাল, টরাঙ্গা
বাংলাদেশ বনাম ভারত- ২২ মার্চ, ২০২২, সেডন পার্ক, হ্যামিল্টন
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া- ২৫ মার্চ, ২০২২, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
বাংলাদেশ বনাম ইংল্যান্ড- ২৭ মার্চ, ২০২২, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন।
নারীদের বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন।
ট্রাভেলিং রিজার্ভ- সানজিদা আক্তার মেঘলা, নুজহাত তাসনিয়া।