

বিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন অভিজ্ঞ আফতাব আহমেদ। জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার কোচিংয়ে এসে দেখছেন বড় স্বপ্ন। এই ক্যাম্প কোচ আফতাবের কাছে নিজের উন্নতির অনেক বড় সুযোগ। বর্তমান সময়ের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে মনে করছেন গর্বিত। স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলকে কোচিং করানোর।
আফতাব আহমেদ খেলোয়াড়ি জীবন শেষে যুক্ত হয়েছেন ক্রিকেট কোচিংয়ে। এবার কাঁধে পেয়েছেন বিসিবির এক বড় দায়িত্ব। বাংলাদেশ ছায়া দলের সঙ্গে প্রথমবারের মতো এমন কাজ উপভোগ করছেন আফতাব, শিখতেও চান অনেক কিছু।
ইমরুল, মুমিনুল, সৌম্যদের সঙ্গে কাজ করছেন বলে কোচ আফতাবের কণ্ঠে উচ্ছ্বাসের সুর,
‘আমি এখানে কাজ খুব উপভোগ করছি। এবারই প্রথম এই ধরনের কোনে সেটআপে এলাম। আমাদেরও অনেক কিছু শেখার আছে। আমি চাচ্ছি, অনেক কিছু যেন এখান থেকে শিখে যেতে পারি।’
‘এটা একটা বড় প্ল্যাটফর্ম। এখানে সব জাতীয় দলের খেলোয়াড়রা কাজ করছে। তো এখানে তাদের সঙ্গে কাজ করা অনেক বড় ব্যাপার, এর জন্য আমি গর্বিত। আশা করি, এখান থেকে অনেক কিছু সামনে আমি প্রয়োগ করতে পারব।’
বাংলাদেশের জার্সি গায়ে ৮৫ ওয়ানডে ও ১১টি টোয়েন্টি খেলা ব্যাটসম্যান আফতাব আহমেদ পরিচিত ছিলেন রান মেশিন হিসেবে। খেলোয়াড়ি জীবন নিয়ে আফতাবের হতাশা ও আক্ষেপ থাকলেও নতুন করে স্বপ্ন দেখতেও শিখেছেন তিনি। হতে চান বাংলাদেশ জাতীয় দলের কোচ।
বিসিবির এই অনুশীলন ক্যাম্প থেকে কোচদেরও অনেক কিছু শেখার আছে; মনে করছেন আফতাব,
‘খেলোয়াড়ি জীবনে সবসময় চেষ্টা ছিল যে, জাতীয় দলে খেলব। কোচ হিসেবেও বড় স্বপ্ন থাকাই ভালো। তবে আমি সব জায়গায় একটু আস্তে আস্তে যেতে চাই। এই যে ক্যাম্পে এসেছি, এখান থেকে আমি অনেক কিছুই শেখার চেষ্টা করছি। আর এখান থেকে নিজের উন্নতির চেষ্টা করছি। এভাবেই আমি আস্তে আস্তে সামনে যেতে চাই। সবচেয়ে বড় চূড়াটাই ধরতে চাই।’