উন্নতি করেছে দল, বিশ্বকাপের মঞ্চে সবাইকে দেখাতে চান নিগার

উন্নতি করেছে দল, বিশ্বকাপের মঞ্চে সবাইকে দেখাতে চান নিগার
Vinkmag ad

এর আগে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও এবারই প্রথম বিশ্বকাপে খেলবে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার বাঘিনীদের নেতৃত্বভার নিগার সুলতানা জ্যোতির কাধে। এই উইকেটরক্ষক ব্যাটার বলছেন বিশ্বকাপে নিজেদের উন্নতি দেখাতে পারবেন।

আইসিসির সঙ্গে আলাপে নিগার সুলতানা বলেন, আমার মনে হয় এটা বাংলাদেশ দলের জন্য বড় সুযোগ। কারণ এটা আমাদের প্রথম বিশ্বকাপ। এটা এমন একটা মঞ্চ, যেখানে দেখাতে পারি আমরা উন্নতি করছি ও বিশ্ব ক্রিকেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

‘আমরা এখানে নিজেদের সেরাটা দিতে চাই। নতুন মেয়েদের অনুপ্রেরণা ও উৎসাহী করতে চাই, যারা আমাদের এখানে ভালো করার অপেক্ষায় আছে।’

নিজে তরুণী হলেও জ্যোতির দলে অভিজ্ঞতার অভাব নেই। সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদদের মত অভিজ্ঞরা আছেন বলে নিজের কাজ সহজ হয়ে যায় বলছেন নিগার।

নিগারের মতে, ‘তারা আমার কাজটা সহজ করে দেয়। তারা জানে তাদের কাজটা কী, ম্যাচে কী করতে হবে, দলে তাদের ভূমিকাও। আমার মনে হয় এটা ম্যাচে, মাঠে ও মাঠের বাইরে আমাদের সাহায্য করবে।’

বিশ্বকাপের আগে বাংলাদেশে অনুশীলন করেছেন, দল হয়ে একসাথে খেলছেন লম্বা সময় ধরে। এই অভিজ্ঞতাটাই ব্যবহার করতে চান নিগাররা। আগেই জয় নিয়ে না ভাবলেও ম্যাচ বাই ম্যাচ এগোতে চান বাঘিনীদের কাপ্তান।

জ্যোতি বলেন, ‘আমরা অনেক প্র্যাক্টিস ম্যাচ খেলেছি বাংলাদেশে। নিজেদের মধ্যে খেলার অভিজ্ঞতাটাও অনেকদিনের। আমার মনে হয় এটা ম্যাচে ব্যবহার করতে পারবো।’

‘আমরা ম্যাচ বাই ম্যাচ, স্টেপ বাই স্টেপ খেলতে চাই। প্রতিটা দলের ক্ষেত্রে আলাদা পরিকল্পনা করবো, আমাদের নিজের শক্তির জায়গা অনুযায়ী খেলবো। আমি জানি না ফলটা কী হবে, কিন্তু আমরা নিজেদের সেরাটা দিতে চাই।’

৯৭ প্রতিবেদক

Read Previous

দাপুটে জয়ে সিরিজ সমতায় শেষ করল দক্ষিণ আফ্রিকা

Read Next

আবারও আইপিএল থেকে নাম কেটে নিলেন জেসন রয়

Total
0
Share