বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিট বৃত্তান্ত

বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিট বৃত্তান্ত
Vinkmag ad

আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের মত এই সিরিজেও গ্যালারিতে থাকছে দর্শক। ইতোমধ্যে টিকিট প্রাপ্তির স্থান ও টিকিটের মূল্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিটের বৃত্তান্ত জানিয়েছে বিসিবি। সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১০০০ টাকায় মিলবে টিকিট।

মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের টিকিট পাওয়া যাবে বুধবার (২ মার্চ) থেকে। মূলত ম্যাচের আগের দিন টিকিট ক্রয় করতে হবে, তবে টিকিট অ্যাভেইলেবল থাকলে পাওয়া যাবে ম্যাচের দিনও।

টিকিট প্রাপ্তির স্থান- শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়াম, মিরপুর
বুথ খোলা হবে- সকাল ৯ টায়, থাকবে ৬ টা পর্যন্ত।

টিকিটের মূল্য-

গ্র্যান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
ক্লাব হাউজ- ৩০০ টাকা
নর্দার্ন/সাউদার্ন স্ট্যান্ড- ১৫০ টাকা করে
ইস্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাইম শেখ।

আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড-

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রাশিদ খান, মুজিব উর রহমান, কায়েস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ, ফরিদ আহমেদ মালিক।

বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি-

১ম টি-টোয়েন্টি- ৩ মার্চ, বেলা ৩ টা থেকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় টি-টোয়েন্টি- ৫ মার্চ, বেলা ৩ টা থেকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

৯৭ প্রতিবেদক

Read Previous

হতাশ তামিম নিজের ব্যাটিং নিয়ে গর্বিত

Read Next

দাপুটে জয়ে সিরিজ সমতায় শেষ করল দক্ষিণ আফ্রিকা

Total
0
Share