দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে সাকিব, নিশ্চয়তা দিলেন পাপন

সাকিব পাপন
Vinkmag ad

যেকোন এক টেস্ট সিরিজ আসে, আর সাকিব আল হাসানের অ্যাভেইলেবলিটি নিয়ে আলোচনা শুরু হয়। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখেও এই আলাপ শুরু হয়েছে। শুরুতে অনিশ্চয়তা থাকলেও এখন সাকিব আল হাসানের টেস্ট না খেলার কোন কারণ নেই বলে মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

আজই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন ওয়ানডে সিরিজ শেষে সাকিব আল হাসানের সঙ্গে আলাপে বসবেন বিসিবি সভাপতি। যেখানে শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, লম্বা সময়ের নিশ্চয়তা পাওয়া যাবে। 

শেষ ওয়ানডে হারার পর গণমাধ্যমের মুখোমুখি হন খোদ বিসিবি সভাপতিই। তিনি এই বিষয়ে জানান সবিস্তারে। 

বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব ৬ মাসের জন্য টেস্ট থেকে ব্রেক চাচ্ছিলো। যখন ওকে ডেকে জিজ্ঞাসা করলাম দেখলাম আইপিএলের কারণে দুইটা সিরিজ খেলতে পারছে না সে। একটা দক্ষিণ আফ্রিকা, একটা শ্রীলঙ্কা। তখন আমি সাথে সাথেই বলেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে, সে রাজিও হয়ে গেল। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে কোন ইস্যু ছিল না।’

‘যেহেতু সে আইপিএলে যাচ্ছে না আমি কোন কারণ দেখছি না যার জন্য সে দক্ষিণ আফ্রিকায় খেলবে না। সুতরাং এই জিনিস টা মাথা থেকে ভুলে যান, এমন কিছু আমার মাথায় নেই। আইপিএলের জন্য সে খেলছিল না, এখন যেহেতু আইপিএল আছে সো সে খেলবে।’

‘হ্যা, ও তো ওয়ানডে খেলতে যাচ্ছেই, তো টেস্ট খেলবে না? খেলবে ইন শা আল্লাহ, আমার ধারণা খেলবে।’

তবে জালাল ইউনুসের কথা মত এখন আর পাপন-সাকিব বৈঠক হচ্ছে না। পাপন জানান দূর থেকে সাকিবের সঙ্গে কথা হয়েছে তার। বোর্ড সভাপতি নিশ্চয়তা দিয়ে দিলেন খেলবেন সাকিব। 

পাপন জানান, ‘আজকে খেলা শেষে দূর থেকে একটা কথা হয়েছে। এখন তো কাছে যেতে পারি না তো। আমি ওকে বললাম দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলে এসে আমি তোমার সঙ্গে বসব। ও একটু হেসে বলল, আপনি যা বলেন। আমার কথা হচ্ছে ও খেলবে। এখন পর্যন্ত যেটা জানি ও খেলবে, না খেলার কোন কারণ নেই। আইপিএল তো নেই এখন, তো এতবার এই ইস্যুটা কেনো আসছে তা বুঝতে পারছি না।’

‘ও খেলবে, খেলবে যান। কোন যদি বা কিন্তু নেই।’

৯৭ প্রতিবেদক

Read Previous

পিএসএল টিম অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা, নেতৃত্বে রিজওয়ান

Read Next

সুপার লিগের যে স্বপ্নে তামিমের হৃদয় ভেঙেছে আফগানদের বিপক্ষে হার

Total
0
Share