

আইপিএল ২০২২ মৌসুমে পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। ৩১ বছর বয়সী এই টপ-অর্ডার ব্যাটার ২০১৮ সাল থেকে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির সাথে আছেন। লোকেশ রাহুল লখনৌ সুপারজায়ান্টসে চলে যাওয়ায় মায়াঙ্কের কাঁধে ওঠে পাঞ্জাবের অধিনায়কত্ব।
মায়াঙ্ক এর আগে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এমনকি গত মৌসুমে রাহুলের অনুপস্থিতিতে দলকে সংক্ষিপ্তভাবে নেতৃত্ব দিয়েছেন।
পাঞ্জাব কিংসের প্রধান কোচ অনিল কুম্বলে মায়াঙ্কের নিয়োগের কথা বলতে গিয়ে জানালেন,
‘মায়াঙ্ক ২০১৮ সাল থেকে দলের একটি অবিচ্ছেদ্য অংশ। সদ্য সমাপ্ত নিলামে আমরা যে নতুন স্কোয়াড নির্বাচন করেছি তাতে অনেক তরুণ প্রতিভা এবং অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। আমরা মায়াঙ্কের নেতৃত্বে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে চাই। তিনি কঠোর পরিশ্রমী, উদ্যমী, একজন নেতার প্রয়োজনীয় সমস্ত গুণাবলী আছে তাঁর মধ্যে। আমি তার সাথে কাজ করার জন্য উন্মুখ এবং বিশ্বাস করি যে তিনি দারুণভাবে নেতৃত্ব দেবেন।’
Our Head Coach is all praises for the ???? #CaptainPunjab! ????#SaddaPunjab #PunjabKings #TATAIPL2022 @anilkumble1074 pic.twitter.com/4Sk0MuhPgH
— Punjab Kings (@PunjabKingsIPL) February 28, 2022
মায়াঙ্ক আগারওয়াল ২০১১ সালে অভিষেকের পর থেকে ১০০টি আইপিএল ম্যাচ খেলেছেন। এবার আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো একটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন।
‘আমি ২০১৮ সাল থেকে পাঞ্জাব কিংসে রয়েছি এবং আমি এই দুর্দান্ত ইউনিটের প্রতিনিধিত্ব করতে পেরে অনেক গর্বিত। আমি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত। আমি এই দায়িত্বটি গ্রহণ করি অত্যন্ত আন্তরিকতার সাথে, কিন্তু একই সাথে, আমি বিশ্বাস করি যে এই মৌসুমে পাঞ্জাব কিংস স্কোয়াডে আমাদের যে প্রতিভা আছে তা দিয়ে আমার কাজ আরও সহজ হয়ে যাবে।’
???? Attention #SherSquad ????
Our ????© ➜ Mayank Agarwal
Send in your wishes for the new #CaptainPunjab ????#SaddaPunjab#PunjabKings#TATAIPL2022@mayankcricketpic.twitter.com/hkxwzRyOVA
— Punjab Kings (@PunjabKingsIPL) February 28, 2022
‘আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, অনেক প্রতিভাবান তরুণ যারা সুযোগটি নিতে আগ্রহী। আমরা সবসময় শিরোপা জয়ের আশায় মাঠে নেমেছি এবং একটি দল হিসাবে আমরা আবারও কাজ করব। আমাদের প্রথম আইপিএল ট্রফি তোলার এই লক্ষ্য। দলের নেতৃত্ব দেওয়ার এই নতুন ভূমিকা আমাকে অর্পণ করার জন্য আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। আমি নতুন মৌসুম এবং নতুন চ্যালেঞ্জ নিয়ে আসার জন্য অপেক্ষা করছি।’
পাঞ্জাব কিংস-
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, প্রভসিমরান সিং, ওডিন স্মিথ, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আর্শদ্বীপ সিং, ইশান পোরেল, স্বন্দ্বীপ শর্মা, অথর্ব তাইড়ে, ভীভভ আরোরা, আনশ প্যাটেল, রাজ বাওয়া, বেনি হাওয়েল, রিশি ধাওয়ান, ভানুকা রাজাপাকশে, বালতেজ সিং, ঋত্বিক চ্যাটার্জি, নাথান এলিস ও প্রেরাক মানকাড়।