শ্রেয়াসের ব্যাটে রানের বন্যা, শ্রীলঙ্কা হোয়াইটওয়াশড

শ্রেয়াসের ব্যাটে রানের বন্যা, শ্রীলঙ্কা হোয়াইটওয়াশড
Vinkmag ad

শ্রেয়াস আইয়ারের ধুন্ধুমার ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারত। ৩য় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জয়ের ব্যবধান ৬ উইকেট। বিফলে যায় লঙ্কান দলপতি দাসুন শানাকার দাপুটে ইনিংস।

ধরমশালায় ১৪৭ রানের মধ্যম মানের স্কোর তাড়া করতে নেমে শুরুতে অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়ে বসে ভারত। তবে শ্রেয়ার আইয়ারের ব্যাটিং নির্ভাবনায় রাখে তাদের। তার সাথে সাঞ্জু স্যামসন (১৮), দীপক হুডা (২১) এবং রবীন্দ্র জাদেজার (২২*) সাথে কার্যকরী জুটি গড়েন আইয়ার।

১৯ বল বাকি থাকতে জয় পেয়ে যায় ভারত। শ্রেয়াস ৪৫ বলে ৯ চার ও ১ ছয়ে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা ও সিরিজ সেরা উভয়ের পুরস্কার জেতেন।

লঙ্কানদের পক্ষে লাহিরু কুমারা ২ উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শানাকার চমৎকার ব্যাটিংয়ের উপর ভর করে ৫ উইকেটে ১৪৬ রান করে শ্রীলঙ্কা। শানাকা ৯ চার ও ২ ছয়ে ৩৮ বলে অপরাজিত ৭৪ রান করেন। এছাড়া দীনেশ চান্দিমালের সংগ্রহ ২২ রান।

ভারতের পক্ষে আবেশ খান ২ উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কাঃ ১৪৬/৫ (২০), নিশাঙ্কা ১, গুনাথিলাকা ০, আসালঙ্কা ৪, লিয়ানাগে ৯, চান্দিমাল ২২, শানাকা ৭৪*, করুণারত্নে ১২*;

ভারতঃ ১৪৮/৪ (১৬.৫), স্যামসন ১৮, রোহিত ৫, শ্রেয়াস ৭১*, হুডা ২১, ভেঙ্কটেশ ৫, জাদেজা ২২*, চামিরা ৩-০-১৯-১, কুমারা ৩.৫-০-৩৯-২, করুণারত্নে ৩.৪-০-৩১-১

ফলাফলঃ ভারত ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরা ও সিরিজ সেরাঃ শ্রেয়াস আইয়ার (ভারত)।

৯৭ ডেস্ক

Read Previous

‘বগুড়ার উইকেট অনেকটা বাইরের দেশের মতো’

Read Next

বগুড়ায় দক্ষিণ আফ্রিকার রূপ দেখছেন চম্পাকা রামানায়েক

Total
0
Share