

বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প। জাতীয় দলের জন্য পরিপূর্ণ খেলোয়াড় গড়ে তুলতে এই ক্যাম্প অবদান রাখবে দারুণভাবে। ক্রিকেটারদের মানোন্নয়ন করতে কাজ করছেন কোচিং স্টাফরা। তরুণ পেসার খালেদ আহমেদ প্রশংসায় মেতেছেন বগুড়ার উইকেটের, যা কাজে আসবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে।
নিজেদের গত দুই দিনের অনুশীলনের বিষয়ে স্পষ্ট করে পেসার খালেদ আহমেদ গণমাধ্যমের সামনে বলেন,
‘গতকাল থেকে আজকে পর্যন্ত একই ভাবে আমরা আগাচ্ছি। আগের দিন যেভাবে অনুশীলন শুরু করেছিলাম আজও সে অনুযায়ী আমরা অনুশীলন শুরু করেছি। অনুশীলনে ব্যক্তিগত ভাবে আমি লাইন ও লেংথ নিয়ে কাজ করছি। কোচের সঙ্গে এসব নিয়ে সারাক্ষণই কথা হচ্ছে কিভাবে লেংথে আরও উন্নতি করতে পারি।’
‘উইকেট আসলেই কঠিন, দ্রুতগতির এবং বাউন্সি’ #CricketTwitter #BangladeshTigers https://t.co/AmyQDLNM8i
— Cricket97 (@cricket97bd) February 28, 2022
মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বাউন্স এবং গতির পিচের মতোই তৈরি করা হয়েছে বগুড়াতে। তাই পেসার খালেদ মনে করছেন প্রোটিয়া সফরে ভূমিকা রাখতে পারবে বাংলাদেশ টাইগার্স,
‘আর এখানে সুযোগ সুবিধা খুবই ভালো। দারুণভাবে বিসিবি সবকিছু আয়োজন করেছে। উইকেটও অনেক ভালো। ভালো করেও ভালো লাগছে, ব্যাটাররাও মজা পাচ্ছে। অনেকটা বাইরের দেশের মতো উইকেট। উইকেটে ভালো পেস, বাউন্স পাচ্ছি। সামনে যেহেতু দক্ষিণ আফ্রিকা সফর সেখানে বাউন্সি উইকেট থাকবে। এখানে যে কদিনই সময় পাই লেন্থটা যদি উন্নতি করতে পারি তাহলে ওখানেও ভালো হবে।’