

চট্টগ্রামে বাংলাদেশ ওয়ানডে দল এই মুহূর্তে খেলছে আফগানিস্তানের বিপক্ষে। ওয়ানডে শেষে ঢাকায় আছে টি-টোয়েন্টি সিরিজও। টেস্ট স্কোয়াডে যারা আছেন তারা এই মুহূর্তে বগুড়ায়, যেখানে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে আছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও।
টাইগারদের টেস্ট ওপেনার সাদমান ইসলাম অনিক বলছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ টাইগার্সের এই ক্যাম্প কার্যকরী হবে।
গণমাধ্যমের জন্য বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় সাদমান ইসলাম বলেন, ‘আমার কাছে মনে হয় সামনে একটা সিরিজ আছে বাংলাদেশের। এখনও একটা সিরিজ চলছে। তো আমার মনে হয় প্লেয়ারদের জন্য রেডি রাখা যায়, সবাই যেনো প্র্যাকটিসে থাকে সে জন্য এই ক্যাম্পটা গুরুত্বপূর্ণ। প্লেয়ারদের জন্যও খুব ভালো হবে।’
সামনের সিরিজ বা প্রিমিয়ার লিগের জন্য এই ক্যাম্পে স্কিল নিয়ে কাজ করছেন সাদমান-মুমিনুল-সাইফরা।
সাদমান জানান, ‘ক্যাম্পে তো সবাই সবার স্কিল নিয়ে কাজ করবে। আশা করি সবাই সবার স্কিল নিয়ে কাজ করবে। তো সবকিছুতে ডেভেলপ হবে। আমি যে প্রথম দিন এসেছি এটাই দেখছি যে সবাই স্কিল নিয়ে কাজ করছে। আমার মনে হয় সবার খুব ভালো ডেভেলপ হবে। সামনে কোনো সিরিজ বা সামনে প্রিমিয়ার লিগ আছে সেজন্য খুব ভালো হবে ক্যাম্পটা।’
সাদমানদের পরবর্তী টেস্ট অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকায়। সেখানে ভালো করার জন্য বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে। সাদমান বলছেন এখানে ক্যাম্প করে দক্ষিণ আফ্রিকায় সুফল পাবেন তারা।
‘সকালবেলার প্র্যাকটিসটা উইকেটে যেন ময়েশ্চার থাকে, তেমনভাবেই প্রিপেয়ার করা হচ্ছে সবাই যেন ওরকমভাবে ব্যাটিং করতে পারি। আমার মনে হয় যে এখানে যদি কিছুদিন ভালোভাবে প্র্যাকটিসটা কন্টিনিউ করা যায় তাহলে আশা করি দক্ষিণ আফ্রিকায় সবাই খুব ভালো বেনেফিটেড হবে, একটা ভালো কন্ডিশনে ব্যাটিং করার জন্য।’