বাংলাদেশ টাইগার্সে আনা হবে পাওয়ার হিটিং কোচ, ডেথ ওভার বিশেষজ্ঞ

বাংলাদেশ টাইগার্সে আনা হবে পাওয়ার হিটিং কোচ, ডেথ ওভার বিশেষজ্ঞ
Vinkmag ad

বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে মুমিনুল হক, ইমরুল কায়েস, সৌম্য সরকারদের নিয়ে গড়া বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প। প্রোগ্রামের প্রধান কাজী ইনাম আহমেদ অনুশীলন শুরুর দিনই নিজেদের পরিকল্পনার কথা শুনালেন গণমাধ্যমকে।

যখন এখানের ক্রিকেটাররা টুর্নামেন্টে ব্যস্ত থাকবে তখন এই ক্যাম্প চলবে না, কিন্তু কোচরা তাদের নজরে রাখবে। কোচরাও বাংলাদেশ টাইগার্সের বাইরে অন্য জায়গায় কাজ করবেন। তবে যেখানেই থাকুক স্কোয়াডের ক্রিকেটারদের পর্যবেক্ষণের কাজটা চালিয়ে যাবেন।

এ প্রসঙ্গে বগুড়ায় সংবাদ মাধ্যমকে কাজী ইনাম বলেন, ‘মার্চ মাসের ১৫ তারিখ আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে, তখন সবাই সেটাই খেলবে। আমাদের এখানে ৮ জন লোকাল কোচ জড়িত আছেন, তারা সবাই ঢাকা প্রিমিয়ার লিগে বিভিন্ন দলের সঙ্গে কোচিং করে। আমরা একটা রোস্টার করে দেব।’

‘সেই কোচরা আমাদের এখানে (বাংলাদেশ টাইগার্স) যে সকল ক্রিকেটার জড়িত আছে, তাদের যে কাজগুলো করা হচ্ছে, তাদের যে ফোকাসটা করা হচ্ছে, পেসারদের জন্য ডেথ বোলিং, শর্ট ফর্ম্যাটের জন্য পাওয়ার হিটিংয়ের কাজ করছে, তাদের সাথে ওই সময় মনিটরিংয়ে থাকবে। তাদের ফিজিক্যাল, ফিটনেস ট্রেনিং ঠিকমতো হচ্ছে কী না এ গুলো মনিটরিং করবে।’

ভবিষ্যতে ডেথ ওভার বিশেষজ্ঞ, পাওয়ার হিটিং কোচ কিংবা লেগ স্পিনারদের জন্য বিশেষ কোচ আনা প্রসঙ্গে প্রোগ্রাম চেয়ারম্যানের ভাষ্য, ‘সামনে আমরা নির্দিষ্ট বিভাগের জন্য বিশেষজ্ঞ কোচ নিয়ে আসব। যদি ডেথ বোলিং নিয়ে কাজ করতে হয়, তেমন একজন কোচ এনে আমরা পেসারদের নিয়ে কাজ করব। একইভাবে পাওয়ার হিটিং। রিস্ট স্পিনার যারা আছে, যারা ভালো করছে তাদের নিয়ে বড় ক্যাম্প করতে চাই। সামনে এরকম আমাদের পরিকল্পনা আছে, এগুলো আমরা করব।’

টানা অনুশীলনে ব্যস্ত থাকবে ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের ভাবনা নিয়েই এগোবে বাংলাদেশ টাইগার্স। কাজী ইনামের কথায়,

‘টেস্টে ব‍্যাটসম‍্যানদের লম্বা সময় ধরে ব‍্যাটিং, বোলারদের লম্বা সময় ধরে বোলিং করতে পারতে হয়, সে কারণেই সারাদিন। সেখানেও কিন্তু অনেক বিরতি আছে। জাতীয় দলের কোচ, নির্বাচকদের সঙ্গে কথা বলে এবারের প্রোগ্রাম এভাবে পরিকল্পনা করেছেন, যেহেতু সামনে দক্ষিণ আফ্রিকা সফর আছে সে জন‍্যই এই পরিকল্পনা।’

৯৭ প্রতিবেদক

Read Previous

তামিমের নতুন চাওয়া পূরণ হলেই সামনের ৩-৪ বছরে আসবে সুদিন: সিডন্স

Read Next

‘শুধু ব্যাটসম্যান হলে ক্যারিয়ারের যেকোন পর্যায়ে বাদ পড়তে পারতেন সাকিব’

Total
0
Share