

থিরিমান্নে, ডিকওয়েলা ফিরলেন শ্রীলঙ্কার সাদা পোশাকের স্কোয়াডে। ভ্যান্ডারসে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
ভারতে দুই ম্যাচের টেস্ট সিরিজে যথারীতি লঙ্কানদের নেতৃত্ব দেবেন দিমুথ করুণারত্নে। সহ অধিনায়কের দায়িত্বে আছেন ধনঞ্জয়া ডি সিলভা। স্কোয়াডে জায়গা পাওয়া কুশল মেন্ডিসের খেলা নির্ভর করছে ফিট থাকার ওপর। রমেশ মেন্ডিস চূড়ান্ত স্কোয়াডে ডাক পেলেও চোটের কারণে খেলতে পারবেন না।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথমবার ভারত-শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে।
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডঃ
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস (ফিট হলে খেলবেন), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দীনেশ চান্দিমাল, চারিথ আসালঙ্কা, নিরোশান ডিকওয়েলা, চামিকা করুণারত্নে, রমেশ মেন্ডিস (চোটের কারণে খেলতে পারবেন না), লাহিরু কুমারা, সুরঙ্গা লাকমল, দুশমান্থ চামিরা, বিশ্ব ফার্নান্দো, জেফ্রি ভ্যান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা এবং লাসিথ এম্বুলদেনিয়া