

আইপিএল ২০২২-এর ৫৫টি ম্যাচ হবে মুম্বাইয়ে, ১৫টি পুনেতে। ২৬ কিংবা ২৭ মার্চ উদ্বোধনী ম্যাচ। ফাইনালের সম্ভাব্য দিন ২৯ মে। তবে প্লে অফের ম্যাচগুলি কোথায় হবে, তা এখনও নির্ধারিত হয়নি।
গত ২৪ ফেব্রুয়ারি আইপিএল গর্ভনিং কাউন্সিল তাঁদের বৈঠকে নিয়েছে বিভিন্ন সিদ্ধান্ত।
আইপিএল শুরু হতে পারে আগামী ২৬ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে। প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে মাঠে গড়াবে মোট ৭৪টি ম্যাচ হবে। লিগ পর্যায়ের ৭০টি ম্যাচ রাখা হয়েছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বাই এবং পুনেতে।
এবারের আসরের প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চারটি করে ম্যাচ খেলবে, ব্রেবোর্ন স্টেডিয়াম এবং পুনের এমসিএ স্টেডিয়ামে খেলবে তিনটি করে ম্যাচ। তবে প্লে-অফের ভেন্যু নির্ধারিত হবে পরে।
বিসিসিআই-এর পক্ষ হতে আইপিএল প্রসঙ্গে জানানো হয়েছে,
‘আইপিএল-এর পঞ্চদশ সংস্করণ হবে জৈব বলয়ের মধ্যে। বিমান যাত্রা না থাকায় এ বার করোনা ছড়িয়ে পড়ার ভয় কম। এর ফলে লিগ পর্বে ক্রিকেটারদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।’