ইসলামাবাদকে বিদায় করে ফাইনালে লাহোর কালান্দার্স

ভিসাময় ম্যাচে মুলতানকে হারিয়ে ফাইনালে তামিমদের লাহোর
Vinkmag ad

আবদুল্লাহ শফিকের ঝড়ো ব্যাটিং ও ডেভিড ভিসার অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে পৌঁছে গেল লাহোর কালান্দার্স। নিজেদের মাঠে ২য় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে তারা ৬ রানে হারিয়েছে।

টসে জিতে প্রথমে ব্যাটিং নেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে লাহোর। তিনে নেমে মাত্র ২৮ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শফিক। শেষদিকে ভিসা মাত্র ৮ বলে ১ চার ও ৩ ছয়ে ২৮ রানে অপরাজিত থাকেন।

ইসলামাবাদের পক্ষে লিয়াম ডসন ও মোহাম্মদ ওয়াসিম ২টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে অ্যালেক্স হেলস ও আজম খানের কল্যাণে ভালোই জবাব দিচ্ছিলো ইসলামাবাদ। হেলস ৩৮ ও আজম ৪০ রান করেন।

শেষদিকে ইসলামাবাদের ব্যাটসম্যানরা খেই হারিয়ে ১৬২ রানে অলআউট হয়ে যায়।

লাহোরের পক্ষে শাহীন আফ্রিদি, হারিস রউফ, জামান খান ২টি করে উইকেট পান। ভিসা নেন ১ উইকেট।

ব্যাট হাতে ২৮* রান ও বোলিংয়ে ১ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান ডেভিড ভিসা।

আগামী রবিবার ৭ম পিএসএলের ফাইনালে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান্সের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স।

সংক্ষিপ্ত স্কোরঃ

লাহোর কালান্দার্সঃ ১৬৮/৭ (২০), ফখর ২, সল্ট ২, শফিক ৫২, গুলাম ৩০, হাফিজ ২৮, ব্রুক ২, প্যাটেল ২১, ভিসা ২৮*, শাহীন আফ্রিদি ০*; ডসন ৪-১-২৪-২, শাদাব ৪-০-২৭-১, ওয়াসিম ৩-০-২৫-২, ওয়াকাস ৩-০-৩৮-১

ইসলামাবাদ ইউনাইটেডঃ ১৬২/১০ (১৯.৪), স্টার্লিং ১৩, হেলস ৩৮, জ্যাকস ০, শাদাব ১৪, ডসন ১২, আজম ৪০, আসিফ ২৫, হাসান ৬, ওয়াসিম ৫, আতহার ০*, ওয়াকাস ০; শাহীন আফ্রিদি ৪-০-৩২-২, জামান ৪-০-৩২-২, রউফ ৪-০-৩১-২, ভিসা ২.৪-০-২০-২

ফলাফলঃ লাহোর কালান্দার্স ৬ রানে জয়ী

ম্যাচ সেরাঃ ডেভিড ভিসা (লাহোর কালান্দার্স)।

৯৭ ডেস্ক

Read Previous

ওয়ার্ল্ড কাপ সুপার লিগঃ বাংলাদেশের রোড টু ১০০ পয়েন্ট

Read Next

মুম্বাই, পুনেতে আইপিএলের ৭০ ম্যাচ

Total
0
Share