

আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহাসিক টেস্ট সিরিজ। দীর্ঘ বিরতির পর পাকিস্তানের মাটিতে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে অজিরা। আজ (২৫ ফেব্রুয়ারি) টেস্ট সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পিসিবি জানিয়েছে শর্ট ভিডিও’র জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর।
TikTok named title sponsor of Pakistan-Australia Test series; affordable tickets are now available online
More details: https://t.co/ftAEaltccp#PAKvAUS
— PCB Media (@TheRealPCBMedia) February 25, 2022
এবারই প্রথম কোন ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম পাকিস্তানে কোন দ্বিপাক্ষিক সিরিজে স্পন্সর হল।
টাইটেল স্পন্সর হিসাবে টিকটক এমন এক জায়গা তৈরি করবে যেখানে ক্রিকেটপ্রেমীরা তাদের প্রিয় ক্রিকেট কন্টেন্ট ক্রিয়েটরদের দেখতে পারবে, তৈরি করতে পারবে নিজের কন্টেন্ট।
পিসিবি এই সিরিজের আগে নিজেদের অফিসিয়াল টিকটক একাউন্ট তৈরি করবে যেখানে পাকিস্তান ও পাকিস্তানের বাইরে থাকা ক্রিকেটপ্রেমীরা বিহাইন্ড দ্য সিন, বর্তমান ও আর্কাইভাল কন্টেন্ট দেখতে পারবে।
অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সূচি-
২৭ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়া দল পৌছাবে ইসলামাবাদ
৪-৮ মার্চ- ১ম টেস্ট, রাওয়ালপিন্ডি
১২-১৬ মার্চ- ২য় টেস্ট, করাচি
২১-২৫ মার্চ- ৩য় টেস্ট, লাহোর
২৯ মার্চ- ১ম ওয়ানডে, রাওয়ালপিন্ডি
৩১ মার্চ- ২য় ওয়ানডে, রাওয়ালপিন্ডি
২ এপ্রিল- ৩য় ওয়ানডে- রাওয়ালপিন্ডি
৫ এপ্রিল- একমাত্র টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি
৬ এপ্রিল- অস্ট্রেলিয়ার পাকিস্তান ত্যাগ।