

শ্রীলঙ্কার অফ স্পিনার মাহিশ থিকশানা ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। ১ম ম্যাচে বড় ব্যবধানে হারার পর বড়সড় দুঃসংবাদই পেল লঙ্কানরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে চোট বাধিয়েছিলেন মাহিশ থিকশানা। এর আগে তার আক্রান্ত স্থানে যে এমআরআই স্ক্যান করানো হয়েছিল তাতে ধারণা করা হয়েছিল ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন তিনি।
তবে লঙ্কান গণমাধ্যমের খবর অনুযায়ী গ্রেড ১ এর হ্যামস্ট্রিং টিয়ারের ফলে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আর মাঠে নামার সুযোগ নেই থিকশানার।
এদিকে ইনজুরিতে পড়া রমেশ মেন্ডিসের রিপ্লেসমেন্ট অফ স্পিনার আশিয়ান ডানিয়েল এখনো ভারতে দলের সঙ্গে যোগ দিতে পারেন নি।
ভারতের জয়ের নায়ক ইশান কিশান #CricketTwitter #INDvSL https://t.co/4QM0NbCQeX
— Cricket97 (@cricket97bd) February 24, 2022
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) ধরমশালায় সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামবে দাসুন শানাকার দল।