প্রথম ম্যাচ শেষে সিডন্স আশাবাদী তরুণরা আরও বেশি ম্যাচ জেতাবে

প্রথম ম্যাচ শেষে সিডন্স আশাবাদী তরুণরা আরও বেশি ম্যাচ জেতাবে
Vinkmag ad

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করেছেন জেমি সিডন্স। প্রথম ওয়ানডেতে দলের টপ অর্ডারের বিপর্যয়ে ব্যাটিং কোচ হিসেবে কাজটা ভালোভাবে শুরু হয়েছে বলে মনে করেন না এই অস্ট্রেলিয়ান। তবে আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ যেভাবে দলকে জিতিয়েছে তাতে তিনি বেশ আশাবাদী ভবিষ্যতে তরুণরা আরও বেশি এমন কীর্তি গড়বে।

চলতি মাসের শুরুতে বাংলাদেশে আসলেও মাঝে করোনা পজিটিভ হয়ে আফগানিস্তান সিরিজের ক্যাম্পের শুরু থেকে পাওয়া যায়নি সিডন্সকে। যদিও ক্যাম্পের তৃতীয় দিনই চট্টগ্রামে পৌঁছান। সকালে পৌঁছেই মাঠে চলে আসেন, কাজ করেন নতুন ও পুরাতন শিষ্যদের নিয়ে। তবে খুব বেশি সুযোগ পাননি কাজের, পরদিনই ম্যাচ খেলতে মাঠে নামে বাংলাদেশ।

২১৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে সিডন্সের মন খারাপই যেন বাড়াচ্ছিল, তবে আফিফ-মিরাজ রেকর্ড জুটি গড়ে দলকে এনে দেন অবিশ্বাস্য জয়। আর তাতে আশাবাদী হয়েছেন টাইগারদের সাবেক এই কোচ।

আজ (২৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় ওয়ানডের পূর্ববর্তী দিন ঐচ্ছিক অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় সিডন্স বলেন, ‘আমরা জয় দিয়েই শুরু করেছি। শেষ দিকে গিয়ে সহজ জয়ই পেয়েছি। তবে শুরুতে আমরা চল্লিশের ঘরে ৬ উইকেট হারিয়ে ফেলি, যা ব্যাটিং কোচ হিসেবে আমার জন্য ভালো কিছু নয়।’

‘তবে দুই তরুণ আফিফ ও মিরাজ ১৬০ (১৭৪) রানের জুটি গড়ে ১০-১৫ বল (৭ বল) আগেই আমাদের জয় এনে দিয়েছে। সিরিজের শুরুতেই দারুণ এক জয়। আশা করছি আগামীকাল এর চেয়ে সহজ জয় পাবো আমরা।’

‘এই তো, এখানেই আছি আমি, এগুলোই করছি। এখানে দারুণ প্রতিভা রয়েছে। ছেলেরা গত রাতে যেভাবে খেললো, অসাধারণ ছিল। আমি নিশ্চিত তরুণদের কাছ থেকে এমন আরও অনেক ইনিংস দেখা যাবে।’

প্রথম ম্যাচে সিনিয়ির চার ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ হয়েছেন ব্যর্থ। সিডন্সের বিশ্বাস তরুণদের পাশাপাশি তারা সামনের ম্যাচগুলোতেই জ্বলে উঠবেন।

টাইগারদের ব্যাটিং কোচ যোগ করেন, ‘পাশাপাশি সিনিয়ররাও এগিয়ে আসবে। তারাই বাংলাদেশ ক্রিকেটের তারকা। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদরা সিরিজের কোনো না কোনো সময় জ্বলে উঠবে। আমি আশা করি সেটি আগামীকালই হবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

৯ জন নিয়েও খেলা যাবে নারী বিশ্বকাপে

Read Next

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের ‘সেঞ্চুরি’ আগামীকালই?

Total
0
Share