মিরাজের কণ্ঠে শুনুন ঐতিহাসিক জয়ের গল্প গুলো

মিরাজের কণ্ঠে শুনুন ঐতিহাসিক জয়ের গল্প গুলো
Vinkmag ad

আফিফ-মিরাজের অনবদ্য ব্যাটিংয়ে কামব্যাকের অসাধারণ এক অধ্যায় লিখল বাংলাদেশ। হারতে বসা ম্যাচে টাইগাররা ৪ উইকেটে হারাল আফগানিস্তানকে। ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলা দলকে আফিফ-মিরাজ জুটি এনে দিয়েছে ৪ উইকেটের ঐতিহাসিক জয়। ম্যাচ শেষে জয়ের নায়ক মিরাজের কণ্ঠে উঠে আসল আফিফের বোঝাপড়ার গল্প গুলো।

নিজেদের মধ্যে বিশ্বাস ছিল বলেই অসম্ভব কাজ সম্ভব হয়েছে চট্টগ্রামে। বাংলাদেশ পেল আরও একটি ঐতিহাসিক জয়। মেহেদী হাসান মিরাজ বলেন,

‘আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে আমি আত্মবিশ্বাসী ছিলাম। আফিফের সঙ্গে কথা বলেছি উইকেটে, যে এই একটা ম্যাচ যেটা আমরা দুইজনের জেতাতে পারি। কিন্তু বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি বিশ্বাস করতে পারি এ ম্যাচ জিতাতে পারি তাহলে আমরা জিতবো। মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। খালি দরকার বিশ্বাসটা। বিশ্বাসটা ছিল এবং দর্শক যারা আছে অনেক সসমর্থন করেছে।’

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)


আফিফের সঙ্গে জুটি গড়ার গল্প শুনালেন মিরাজ। সঙ্গে প্রশংসায় ভাসালেন সতীর্থ আফিফের ব্যাটিংয়ের,

‘অসাধারণ ইনিংস খেলেছে। সত্যি কথা বলতে ওর (আফিফ) ব্যাটিং দেখে আমার আত্ববিশ্বাসী মনে হয়েছে। কারণ আমি একটু  প্রথম দিকে নার্ভাস ছিলাম। কিন্তু ও আমায় একটা কথা বলেছে যে, মিরাজ ভাই আমরা ক্রিকেট বল টু বল খেলি, যা হবে পরে দেখা যাবে। কিন্তু আমরা যদি একটা চিন্তা করার দরকার নেই অনেক রান দরকার।’

‘আমরা শুধু একটা ওভার করে ব্যাটিং করি। একটা ওভার একটা রান দুটা রান এভাবে করে করে আগালে তাহলে হয়তো ম্যাচটা আমরা জিততে পারব কি পারব না সেটা পরের কথা। বাট আমরা একটা জায়গা নিয়ে যেতে পারবো। ও অসাধারণ ব্যাট করেছে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

মিরাজ-আফিফের রেকর্ডগড়া জুটিতে বাংলাদেশের জয়

Read Next

অথচ ম্যাচ জেতা নিয়ে আফিফ-মিরাজের কোনো আলোচনাই হয়নি

Total
0
Share