

উইকেট নেওয়ার পর সতীর্থ ক্রিকেটারকে থাপ্পড় দিয়ে পিএসএলে অদ্ভুতুড়ে ঘটনার জন্ম দিলেন লাহোর কালান্দার্সের পেসার হারিস রউফ। এ ঘটনা বেশ বিতর্কের জন্ম দিয়েছে।
পেশোয়ার জালমির ওপেনার হযরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ ফেলে দিয়েছিলেন লাহোরের ক্রিকেটার কামরান গুলাম। পরবর্তীতে রউফের সেই ওভারে আরেক ওপেনার মোহাম্মদ হারিসের ক্যাচ নিয়েছিলেন ফাওয়াদ আহমেদ।
উইকেট উদযাপনের মুহুর্তে রাগের বশত গুলামকে থাপ্পড় দেন রউফ। এমন ঘটনায় ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রউফের দাম্ভিকতাকে একহাত নিয়ে কড়া সমালোচনা করেছে।
What’s the matter?
Haris Rauf looks serious pic.twitter.com/dmoPG6MHLP
— ٰImran Siddique (@imransiddique89) February 21, 2022
ম্যাচ শেষে দেখা যায়, গুলামের সাথে কোলাকুলি করছিলেন রউফ এবং তার অসদাচরণের জন্য ক্ষমা চাচ্ছিলেন।
খেলা শেষে হারিস রউফকে সতর্ক করে দেন ম্যাচ রেফারি আলি নাকভি।
Haris Rauf to team-mate Kamran Ghulam – slapped for dropping a catch and then hugged for a run out with a direct hit #PSL7 pic.twitter.com/nDTYV4qfk7
— Saj Sadiq (@SajSadiqCricket) February 22, 2022
উল্লেখ্য, গ্রুপ পর্বের শেষ ম্যাচটি টাই হলে সুপার ওভারে পরিণত হয়। সেখানে জয় পায় পেশোয়ার জালমি।
আজ কোয়ালিফায়ারে মুলতান সুলতান্সের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স।