

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল গতকাল ম্যাচ পুর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ৫ নম্বরে ব্যাট করার বিবেচনায় আছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলি চৌধুরী রাব্বি। আনক্যাপড এই দুই ক্রিকেটারের মধ্যে আজ অবশ্য ক্যাপ পেয়েছেন রাব্বি।
এর আগে টেস্ট খেলা রাব্বি ওয়ানডে ক্যাপ পাওয়া ১৩৭ তম বাংলাদেশি। রাব্বির অভিষেকের দিনে টসে হেরেছে বাংলাদেশ।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ-
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবেদিন নাইব, মোহাম্মদ নবি, রাশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই, ফজল হক ফারুকি।