

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেও স্বস্তিতে নেই ভারতীয় দল। সিরিজ সেরা ক্রিকেটার সুরিয়াকুমার যাদব ছিটকে গেলেন আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে। চোটের কারণে খেলতে পারবেন না পেসার দীপক চাহারও।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই চোট-আঘাতে জর্জরিত ভারত। ছিটকে গেলেন সুরিয়াকুমার যাদব ও দীপক চাহার।
মঙ্গলবার লখনউতে ভারতের অনুশীলন সেশনে সুরিয়াকুমারকে দেখা গেছে কিন্তু সুরিয়ার হাতে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। আর তাতেই সাদা বলের সিরিজের জন্য তাকে বিবেচনায় রাখেনি বিসিসিআই।
সুরিয়াকুমার ঠিক কিভাবে এবং কখন আঘাত পেয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে এটি বোঝা যায় যে গত ২০শে ফেব্রুয়ারি ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় তিনি চোট পেয়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন সুরিয়া। কিন্তু পরবর্তী সিরিজেই তাঁকে পাচ্ছে জা দল। সঙ্গে নেই দীপক চাহারও; হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন এই পেসার।
আগামীকাল ২৪ ফেব্রুয়ারি লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। লখনউয়ের পরে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সিরিজের শেষ ২টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে ধর্মশালায়।