

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দু’টি টেস্টের জন্য শ্রীলঙ্কাকে আতিথ্য দেবে ভারত। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দাসুন শানাকাকে অধিনায়ক করে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ২০ সদস্যের স্কোয়াড থেকে ছিটকে গেলেন আভিষ্কা ফার্নান্দো, রমেশ মেন্ডিস এবং নুয়ান থুশারা।
হাঁটুতে বড় চোট পেয়েছেন শ্রীলঙ্কার ওপেনার অভিষ্কা ফার্নান্দো। অস্ত্রোপচার করাতে হবে। ফলে ভারত সফর থেকে ছিটকে গেলেন তিনি।
ভারতের বিরুদ্ধে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। দুই টেস্টের একটি হবে গোলাপি বলে। ৪ ফেব্রুয়ারি লখনৌ’র অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। লখনৌ’র পরে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সিরিজের শেষ ২টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে ধর্মশালায়।
এরপর ৪ মার্চ থেকে মোহালিতে শুরু প্রথম টেস্ট। ১২ মার্চ দিবারাত্রির টেস্ট অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালোরোতে।
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াডঃ
দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, ধানুশকা গুনাথিলাকা, দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিল মিশারা, জানিথ লিয়ানাগে, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হেফরি ভ্যান্ডারসাই, লাহিরু কুমারা, মাহেশ থিকশানা, ভিনুরা ফার্নান্দো, প্রবীন জয়াবিক্রমা, দুশমান্থ চামিরা, শিরান ফার্নান্দো ও আশিয়ান ড্যানিয়েল।