

মাতৃভাষার মর্যাদা রক্ষার র-ক্তা-ক্ত পথ বেয়ে বাংলাদেশ আজ স্বাধীন রাষ্ট্র। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। এমন দিনে বাংলাদেশ নামের ইংরেজি বানান ভুল লিখে বিতর্কের জন্ম দিয়েছেন আফগান উইকেটকিপার ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ।
তারকা লেগ-স্পিনার রাশিদ খান, অলরাউন্ডার মোহাম্মদ নবি ও উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজকে ছাড়াই গত ১২ ফেব্রুয়ারি (শনিবার) রাতে বাংলাদেশে আসে আফগানিস্তান ক্রিকেট দল।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত থাকায় এই তিন ক্রিকেটার বাংলাদেশের বিমান ধরেন গতকাল রাতে। রহমানউল্লাহ গুরবাজ ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে রাশিদ, নবির সঙ্গে সেলফি পোস্ট করেন। তবে এই পর্যন্ত সব ঠিকই ছিল।
বিপত্তি বাঁধে ছবির ক্যাপশনে; রহমানউল্লাহ গুরবাজ বাংলাদেশ নামের ইংরেজি বানান সঠিকভাবে লিখতে পারেননি। বাংলাদেশ নামের সঠিক ইংরেজি বানান হলো ‘Bangladesh’। যেখানে গুরবাজ তাঁর ক্যাপশনে বাংলাদেশকে ‘Bangladish’ বলে সম্বোধন করেন।
PSL ✅
National duty Next ????????
See you soon Bangladish ☺️ pic.twitter.com/mLCLPah2ih— Rahmanullah Gurbaz (@RGurbaz_21) February 20, 2022
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড-
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, শহীদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবেদিন নাইব, আজমত ওমরজাই, রাশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফরিদ আহমেদ মালিক।
ট্রাভেলিং রিজার্ভ- কায়েস আহমেদ, সেলিফ শফি।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড-
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রাশিদ খান, মুজিব উর রহমান, কায়েস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ, ফরিদ আহমেদ মালিক।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি-
১ম ওয়ানডে- ২৩ ফেব্রুয়ারি, ১১ টা থেকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় ওয়ানডে- ২৫ ফেব্রুয়ারি, ১১ টা থেকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩য় ওয়ানডে- ২৮ ফেব্রুয়ারি, ১১ টা থেকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১ম টি-টোয়েন্টি- ৩ মার্চ, বেলা ৩ টা থেকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় টি-টোয়েন্টি- ৫ মার্চ, বেলা ৩ টা থেকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।