

ইমরান তাহিরের স্পিন ম্যাজিক ও মোহাম্মদ রিজওয়ানের অধিনায়কোচিত ইনিংসে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও জয় পেয়েছে মুলতান সুলতান্স। লো স্কোরিং ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে তারা হারিয়েছে ৬ উইকেটে। ১০ ম্যাচের ৯টি জয় পেয়েছে মুলতান, খেলবে প্রথম কোয়ালিফায়ারে। অন্যদিকে ইসলামাবাদকে দেখা যাবে প্রথম এলিমিনেটরে।
টসে জিতে ব্যাটিং নিলেও মুলতানের বোলারদের চমৎকার লাইন লেংথে ইসলামাবাদের ব্যাটসম্যানরা চোখে সর্ষে ফুল দেখতে থাকেন। ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১০৫ রান করতে সমর্থ হয় ইসলামাবাদ।
সর্বোচ্চ ২৬ রানে অপরাজিত থাকেন বোলার মোহাম্মদ মুসা। লিয়াম ডসন ২২ রান করেন।
তাহির ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন। আসিফ আফ্রিদি ৪ ওভারে ১ মেডেন সমেত ২ উইকেট পান।
This young man is the player of the match! #HBLPSL7 l #LevelHai l #MSvIU pic.twitter.com/EarerPqNgv
— PakistanSuperLeague (@thePSLt20) February 20, 2022
১০৬ রানে মামুলি টার্গেটে খেলতে ডসনের স্পিন ঘুর্ণিতে মুলতানের লাইনআপে ধ্বস নামে। ১৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে।
একপ্রান্ত আগলে ধরে দারুণ ব্যাটিং করেন মোহাম্মদ রিজওয়ান। ডেভিড উইলির সাথে অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটিতে ১৬ বল বাকি থাকতে জয় পেয়ে যায় মুলতান।
রিজওয়ান ৫১ ও উইলি ২৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া টিম ডেভিড ১৭ রান করেন।
ডসন ৩ উইকেট নেন।
ম্যাচ সেরার পুরস্কার যায় ইমরান তাহিরের ভাগ্যে।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইসলামাবাদ ইউনাইটেডঃ ১০৫/৭ (২০), নাসির ১৪, হুরাইরা ২, ডসন ২২, আজম ৮, দানিশ ৬, আসিফ ৯, জাফর ৯, মুসা ২৬*, জাহিদ ৩*; আসিফ ৪-১-২১-২, উইলি ২-০-৯-১, দাহানি ৩-০-১৯-১, তাহির ৪-০-৮-২, ডেভিড ১-০-৪-১
মুলতান সুলতান্সঃ ১১১/৪ (১৭.২), মাসুদ ৪, রিজওয়ান ৫১*, আজমত ৪, খুশদিল ২, ডেভিড ১৭, উইলি ২৮*; ডসন ৪-০-১৬-৩, জাহিদ ৪-০-২০-১
ফলাফলঃ মুলতান সুলতান্স ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ ইমরান তাহির (মুলতান সুলতান্স)।