

পিএসএলের অভিষেকে বাজিমাত করলেন খুররাম শেহজাদ। তার অসাধারণ বোলিং ও জেসন রয়ের চমৎকার ব্যাটিংয়ে সহজ জয় পেয়েছে কোয়েটা গ্লাডিয়েটর্স। করাচি কিংসকে তারা হারিয়েছে ২৩ রানের ব্যবধানে।
টুর্নামেন্ট থেকে ২ দলের বিদায় ঘন্টা আগেই বেজে গিয়েছিল। নিয়ম রক্ষার ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে রয়ের অর্ধশতকে ৪ উইকেটে ১৬৬ রান করে কোয়েটা।
রয় ৬৪ বলে ১১ চারের সাহায্যে ৮২ রান করেন। জেমস ভিন্স ২৯ ও ইফতিখার আহমেদ ২১ রানে অপরাজিত থাকেন।
করাচির পক্ষে ইমাদ ওয়াসিম, মীর হামজা, উসমান শিনওয়ারি ও লুইস গ্রেগরি ১টি করে উইকেট পান।
১৬৭ রানের টার্গেটে খেলতে নেমে ৮৭ রানের জুটিতে করাচির শুরুটা দুর্দান্ত করেছিলেন অধিনায়ক বাবর আজম ও জো ক্লার্ক। তবে খুররাম শেহজাদের দারুণ বোলিংয়ে করাচির ব্যাটিং লাইনআপ মুখ ধুবড়ে পড়ে।
শেষ পর্যন্ত ১৪৩ রানে থামতে বাধ্য হয় তাদের ইনিংস। সর্বোচ্চ ৫২ রান জো ক্লার্কের। বাবর ৩৬ রান করেন।
খুররাম ৪টি ও নাসিম শাহ ২টি উইকেট নেন।
Quetta rejoice! They got control of the most important game of the season. For Karachi, the season ends here. #HBLPSL7 I #LevelHai I #QGvKK pic.twitter.com/0y2OWeTzok
— PakistanSuperLeague (@thePSLt20) February 20, 2022
ম্যাচ সেরার পুরস্কার পান খুররাম শেহজাদ।
সংক্ষিপ্ত স্কোরঃ
কোয়েটা গ্লাডিয়েটর্সঃ ১৬৬/৪ (২০), রয় ৮২, স্মিড ১০, ভিন্স ২৯, আকমল ২, ইফতিখার ২১*, হাসান ৩*; ইমাদ ৪-০-২৭-১, হামজা ৪-০-৩২-১, উসমান ৪-০-৩৩-১, গ্রেগরি ৩-০-২২-১
করাচি কিংসঃ ১৪৩/৮ (২০), ক্লার্ক ৫২, বাবর ৩৬, শারজিল ১৬, কাসিম ৯, নাজির ৮, ইমাদ ১১, গ্রেগরি ১, লেমনবি ০, উমাইদ ২*, উসমান ২*; নাসিম ৪-০-১৪-২, ইরফান ৪-০-২৮-১, খুররাম ৪-০-২২-৪, আসির ৪-০-৩১-১
ফলাফলঃ কোয়েটা গ্লাডিয়েটর্স ২৩ রানে জয়ী
ম্যাচ সেরাঃ খুররাম শেহজাদ (কোয়েটা গ্লাডিয়েটর্স)।