

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে গ্যালারিতে থাকছে দর্শক। ইতোমধ্যে টিকিট প্রাপ্তির স্থান ও টিকিটের মূল্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিটের বৃত্তান্ত জানিয়েছে বিসিবি। সর্বনিম্ন ১৫০ ও সর্বোচ্চ ১০০০ টাকায় মিলবে টিকিট।
চট্টগ্রামে ওয়ানডে সিরিজের টিকিট পাওয়া যাবে ২২ ফেব্রুয়ারি থেকে। মূলত ম্যাচের আগের দিন টিকিট ক্রয় করতে হবে, তবে টিকিট অ্যাভেইলেবল থাকলে পাওয়া যাবে ম্যাচের দিনও।
টিকিট প্রাপ্তির স্থান- বিটাক মোড়, সাগরিকা, চট্টগ্রাম
বুথ খোলা হবে- সকাল ৯ টায়।
টিকিটের মূল্য-
রুফটপ- ১০০০ টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ৫০০ টাকা
ক্লাব হাউজ- ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ১৫০ টাকা।
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি-
১ম ওয়ানডে- ২৩ ফেব্রুয়ারি, ১১ টা থেকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় ওয়ানডে- ২৫ ফেব্রুয়ারি, ১১ টা থেকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩য় ওয়ানডে- ২৮ ফেব্রুয়ারি, ১১ টা থেকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মাহমুদুল হাসান জয়।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড-
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, শহীদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবেদিন নাইব, আজমত ওমরজাই, রাশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফরিদ আহমেদ মালিক।
ট্রাভেলিং রিজার্ভ- কায়েস আহমেদ, সেলিফ শফি।