

গেল সেপ্টেম্বরে পারষ্পারিক সমঝোতায় সম্পর্ক ছিন্ন করে ল্যান্স ক্লুজনার ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই থেকে প্রধান কোচের চেয়ার ফাঁকাই ছিল। সেই চেয়ারে আপাতত বসেছেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আফগয়ানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে স্টুয়ার্ট ল’কে নিয়োগ দিয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজে রাশিদ-নবিদের গুরু হিসাবে কাজ করতে বাংলাদেশে এখন ল।
🚨 ANNOUNCEMENT 🚨
Stuart Grant Law has been named as the interim head coach of our national team. He has already reached Bangladesh and will step up into the role ahead of the upcoming ODI & T20I series against the @BCBtigers.#AfghanAtalan
More: 👇 https://t.co/Xetep8QDQf— Afghanistan Cricket Board (@ACBofficials) February 19, 2022
অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট ক্যারিয়ার শেষ করে স্টুয়ার্ট ল কোচিংয়ে মন দেন। ২০১১-১২ তে কাজ করেছেন বাংলাদেশের প্রধান কোচ হিসাবে। তার অধীনেই প্রথমবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। পারিবারিক কারণে অবশ্য ৯ মাস কাজ করেই দেশে ফিরেছিলেন ল।
বাংলাদেশে অবশ্য এরপরেও ফিরেছিলেন ল। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল উপদেষ্টা ছিলেন তিনি।
শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসাবে কাজ করা ল ছিলেন অস্ট্রেলিয়া দলের পরামর্শকও। আবু ধাবি টি-টেন লিগে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের কোচিং করানো ল বাংলাদেশের কোচ হবার ইচ্ছে প্রকাশ করেছিলেন।
বাংলাদেশে আসা হল স্টুয়ার্ট ল’র, তবে প্রতিপক্ষ শিবিরের হয়ে কাজ করছেন তিনি।
📸📸 Snapshots from #AfghanAtalan‘s first training session under the interim head coach Stuart Law in Chattogram ahead of the ODI series vs 🇧🇩
💪💪#AFGvBD pic.twitter.com/cZM3YicGkI— Afghanistan Cricket Board (@ACBofficials) February 20, 2022