

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে শিরোপা জিতিয়েছেন, দলকে দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। ইয়াশ ধুলের সুসময় তাতেই শেষ হয়নি, রঞ্জি ট্রফিতেও ধুলের ব্যাট যেনো তরবারি। অভিষেকের দুই ইনিংসেই সেঞ্চুরি করে এই ব্যাটার যেনো বললেন আমি লম্বা রেসের ঘোড়া।
রঞ্জি ট্রফির ইতিহাসে কেবল ৩য় ভারতীয় হিসাবে অভিষেক ম্যাচে জোড়া সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন ধুল।
What a moment for Yash Dhull. Becomes only the 3rd Indian to score a century in both the innings on First Class debut. pic.twitter.com/gML4hsqCUt
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 20, 2022
তামিলনাড়ুর বিপক্ষে ম্যাচে দিল্লির এই ওপেনার নিজের খেলা ১ম ইনিংসে করেছিলেন ১১৩ রান। দ্বিতীয় ইনিংসে একই রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচ অবশ্য হয়েছে ড্র।
Yash Dhull century in each innings in FC debut 👀👀👀👀👀👀. That’s special.
— Ian Bishop (@irbishi) February 20, 2022
রঞ্জি ট্রফিতে অভিষেকে জোড়া সেঞ্চুরি করার রেকর্ড এর আগে ছিল মাত্র দুজনের। ১৯৫২ সাকে নরি কন্ট্রাক্টর প্রথম ব্যাটার হয়ে এই দৃষ্টান্ত গড়েছিলেন। গুজরাটের এই ব্যাটার প্রথম ইনিংসে ১৫২ রান করার পর ২য় ইনিংসে থেমেছিলেন ১০২ রান করে।
২০১২ সালে মহারাষ্ট্রের বিরাগ আওয়াতে একই রকম রেকর্ড গড়েন। দুই ইনিংসে যথাক্রমে ১২৬ ও ১১২ রান করেন তিনি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মিডল অর্ডারে খেললেও রঞ্জি ট্রফিতে ওপেনিং করেছেন ধুল। দিল্লির টিম ম্যানেজমেন্ট যে ভুল সিদ্ধান্ত নেয়নি সেটি প্রমাণ করেন ইয়াশ ধুল, নিজের জাতই চিনিয়েছেন এই তরুণ ব্যাটার।