

সদ্য সমাপ্ত বিপিএলের পুরোটা জুড়ে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ও প্লে-অফ পর্বের আগে পর্যন্ত দর্শক ছিল না। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দুটোই থাকছে। এখনো পর্যন্ত চট্টগ্রামে ৩-৪ ও ঢাকায় ৫-৬ হাজার দর্শকের সবুজ সংকেত মিললেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চেষ্টা করছেন অন্তত ৫০ শতাংশ দর্শক অনুমোদন নেওয়ার।
ডিআরএস ইস্যুতে বিসিবি কম বিতর্কিত হয়নি, সর্বাত্মক চেষ্টা করেও সম্ভব হয়নি বিপিএলে ডিআরএস ব্যবস্থা করার। যদিও শেষদিকে ডিআরএসে যন্ত্রপাতি এলেও লোকবলের অভাবে সেসব কাজে লাগাতে পারেনি দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে যন্ত্রপাতির সাথে নিশ্চিত হয়েছে টেকনেশিয়ানও।
এ প্রসঙ্গে আজ (২০ ফেব্রুয়ারি) মিরপুর সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটো বলেন, ‘আফগানিস্তান সিরিজের ডিআরএস নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বিপিএলের শেষ পর্বেই ডিআরএস থাকার কথা ছিল। আমাদের ইকুইপমেন্ট সব চলে আসছিলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টেকনেশিয়ানরা আসতে পারেনি।’
‘তবে আমরা এবার কনফার্ম করেছি, তারা সবাই চলে আসবে, চট্টগ্রাম থেকেই আমরা ডিআরএস পাবো। এটা কনফার্ম হয়েছে তাদের সাথে আমাদের যে আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজ শুরু হচ্ছে চট্টগ্রামে সেখান থেকেই আমরা ডিআরএস পাবো।’
এদিকে দর্শক ইস্যুতে তিনি যোগ করেন, ‘দর্শক নিয়ে কথা চলছে, আমাদের মাননীয় বোর্ড সভাপতি এটা নিয়ে প্রচুর পরিশ্রম করছেন। আমরা চাচ্ছি অন্তত ৫০ শতাংশ দর্শক যেনো থাকে। তারপরেও সরকার থেকে যতটুকুর অনুমোদন পাওয়া যায়… একটা ধারণা পেয়েছি সেটা হলো চট্টগ্রামে হয়তো ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেনো থাকে এরকম একটা আলোচনা হয়েছে।’
‘তারপরেও চেষ্টা চলছে (আরও বাড়ানোর), সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে আমরা ৫০ শতাংশ দর্শক অনুমোদন দিতে পারি কীনা। আর সেটি নাহলে চট্টগ্রামে ৩-৪ এবং ঢাকায় যাতে ৫-৬ হাজার দর্শক রাখা।’
বিপিএলে প্লে-অফ পর্ব থেকে দর্শক অনুমোদন পেলেও তা ছিল কেবল ফ্র্যাঞ্চাইজিগুলোর মাধ্যমে সৌজন্য টিকিট। তবে আফগানিস্তান সিরিজে সাধারণ দর্শকদের জন্যই ছাড়া হবে টিকিট। কীভাবে টিকিট কেনা যাবে তা দ্রুতই জানানো হবে বলেন টিটো।
উল্লেখ্য, আফগানদের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ চট্টগ্রামে ও ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি ঢাকায় অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি যথাক্রমে ৩ ও ৫ মার্চ মাঠে গড়াবে।