

হ্যারি ব্রুকের প্রথম সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে লাহোর কালান্দার্স। ইসলামাবাদ ইউনাইটেডকে তারা হারিয়েছে ৬৬ রানের ব্যবধানে। এ জয়ের ফলে মুলতান সুলতান্সের সাথে প্রথম কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা আরও জাগ্রত করেছে শাহীন শাহ আফ্রিদির দল।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্রুকের চিত্তাকর্ষক শতরানের সাথে ফখর জামানের ধৈর্যশীল অর্ধশতরানে ৬ উইকেটে ১৯৭ রানের বড় স্কোর গড়ে লাহোর। ৪৯ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় ১০২ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন ইংলিশ ব্যাটসম্যান ব্রুক। ফখর ৪১ বলে ৫১ রান করেন।
The Boy Who Thrived at GSL 🔥 #HBLPSL7 l #LevelHai l #LQvIU pic.twitter.com/AXpAh35hF0
— PakistanSuperLeague (@thePSLt20) February 19, 2022
ইসলামাবাদের পক্ষে ফাহিম আশরাফ ৩টি উইকেট নেন।
১৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে লাহোরের বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি ইসলামাবাদের ব্যাটসম্যানরা। লিয়াম ডসন ৩১ রান ও দানিশ আজিজ অপরাজিত ৩০ রান করলেও তা দলের হার রুখতে খুব একটা কার্যকরী ছিল না। ৯ উইকেটে ১৩১ রানে থামতে বাধ্য হয় তাদের ইনিংস।
লাহোরের পক্ষে রাশিদ খান, হারিস রউফ, শাহীন আফ্রিদি ও জামান খান ২টি করে উইকেট পান।
ঝড়ো গতির সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরার পুরস্কার যায় হ্যারি ব্রুকের দখলে।
🎶 Muqadar Ka Qalandar Hun
Mohabbat Ka Sikandar Hun 🎶 #HBLPSL7 I #LevelHai l #LQvIU pic.twitter.com/MYQX0ee778— PakistanSuperLeague (@thePSLt20) February 19, 2022
সংক্ষিপ্ত স্কোরঃ
লাহোর কালান্দার্সঃ ১৯৭/৬ (২০), ফখর ৫১, সল্ট ২, গুলাম ০, হাফিজ ২, ব্রুক ১০২*, সোহেল ১৫, ভিসা ১৭; আশরাফ ৪-০-২৮-৩, জহির ৪-০-৩২-১, ডসন ৩-০-২১-১
ইসলামাবাদ ইউনাইটেডঃ ১৩১/৯ (২০), গুরবাজ ২০, মুবাসির ৬, ওয়াসিম ১২, ডসন ৩১, আজম ১০, দানিশ ৩০*, আসিফ ১২, আশরাফ ২, ডি ল্যাঙ্গে ২, ওয়াকাস ১, জহির ০*; শাহীন আফ্রিদি ৪-০-২৮-২, জামান ৪-১-৩২-২, রউফ ৪-০-৩৩-২, রাশিদ ৪-০-১৯-২, ভিসা ১-০-৩-১
ফলাফলঃ লাহোর কালান্দার্স ৬৬ রানে জয়ী
ম্যাচ সেরাঃ হ্যারি ব্রুক (লাহোর কালান্দার্স)