

পিএসএল (পাকিস্তান সুপার লিগ) এর মাঝপথে অস্ট্রেলিয়া ফিরে জেমস ফকনার টুইটারে বিস্ফোরক। বেতনাদি না পাওয়া নিয়ে পিসিবির মিথ্যাচারের অভিযোগ আনেন এই অজি ক্রিকেটার। পরবর্তীতে পিসিবি (দ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড) ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এই ইস্যুতে বিবৃতি দেয়।
জেমস ফকনারের টুইট-
1/2
I apologise to the Pakistan cricket fans.
But unfortunately I’ve had to withdraw from the last 2 matches and leave the @thePSLt20 due to the @TheRealPCB not honouring my contractual agreement/payments.
I’ve been here the whole duration and they have continued to lie to me.— James Faulkner (@JamesFaulkner44) February 19, 2022
2/2
It hurts to leave as I wanted to help to get international cricket back in Pakistan as there is so much young talent and the fans are amazing.
But the treatment I have received has been a disgrace from the @TheRealPCB and @thePSLt20I’m sure you all understand my position.
— James Faulkner (@JamesFaulkner44) February 19, 2022
পিসিবি ও ফ্র্যাঞ্চাইজির দাবি জেমস ফকনার যেসব অভিযোগ এনেছেন তার কোন ভিত্তিই নেই। এবং তারা ফকনারের এমন ভিত্তিহীন অভিযোগে হতাশ। এর আগে ২০২১ সালেও আবু ধাবি লেগে পিএসএল খেলা ফকনারকে তো বটেই, সব ওভারসিজ ক্রিকেটারদের যোগ্য সম্মান দেওয়া হয় বলে দাবি পিসিবির।
2/2 pic.twitter.com/8FIUlc5HtS
— Pakistan Cricket (@TheRealPCB) February 19, 2022
বিবৃতিতে পিসিবি লেখে যে ৭ বছরে পিএসএলের চুক্তি নিয়ে কোন ক্রিকেটারই অভিযোগ করে নি। বরং সব ক্রিকেটার পিসিবিকে সাধুবাদই জানিয়েছে।
লম্বা বিবৃতিতে পিসিবি জানায় এর আগে একাধিকবার জেমস ফকনার অসদাচরণ করেছেন। ২০২১ সালের ডিসেম্বরে জেমস ফকনারের এজেন্ট সংযুক্ত আরব আমিরাতের এক ব্যাংক ডিটেইলস দেয় যেখানে পিসিবি টাকা পাঠায়।
পরবর্তীতে ২০২২ এর জানুয়ারিতে ফকনারের এজেন্ট আর একটি ব্যাংক একাউন্ট (অস্ট্রেলিয়ার) পাঠায় এবং সেখানে টাকা পাঠাতে বলে। এর আগেই ৭০ শতাংশ টাকা আগের অ্যাকাউন্টে দিয়ে দেওয়ায় পিসিবি সঙ্গত কারণেই আর টাকা দেয়নি। আগের প্রদত্ত অর্থের প্রাপ্তি স্বীকার করেছিলেন ফকনার।
এরপর ফকনার হুমকি দেয় যে তার কথা মত নতুন অ্যাকাউন্টে টাকা না দিলে তিনি মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে খেলবেন না। এই বিষয়ে পিসিবি তার সঙ্গে আলোচনায় বসলে ফকনার বাজে ব্যবহার করেন।
এমনকি ফকনার হোটেলে ইচ্ছাকৃত ভাবে ক্ষতি করেন, যার ক্ষতিপুরণ দিতে হয় পিসিবিকে। এমনকি ইমিগ্রেশন কর্তার সঙ্গেও দুর্ব্যবহার করেন ফকনার।
James Faulkner threw his bat and helmet onto a chandelier after a discussion with a PCB official before leaving #PSL2022 early due to a payment dispute
👉 https://t.co/rIk94AgDNV pic.twitter.com/Njlwm7aA5y
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 19, 2022
এসব কিছু আমলে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জেমস ফকনারকে পিএসএল থেকে ব্যান করে। পরবর্তীতে আর পিএসএল ড্রাফটে থাকবে না জেমস ফকনারের নাম।