

বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে ছায়া জাতীয় দল তৈরির কথা বেশ আগেই বলেছিল বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। বাংলাদেশ টাইগার্স নামে এই দল এবার পেয়েছে আকৃতি। চলতি মাসেই ট্রেনিং ক্যাম্প করবে ২৩ সদস্যের বাংলাদেশ টাইগার্স।
আজ এক বিবৃতি দিয়ে বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্পে থাকা ক্রিকেটারদের নাম জানিয়েছে বিসিবি। শুধু এক ফরম্যাট খেলা, জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন।
আছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। আছেন টেস্ট ওপেনার সাইফ হাসান ও সাদমান ইসলাম, স্পিনার তাইজুল ইসলাম ও নাইম হাসান, পেসার আবু জায়েদ চৌধুরী রাহি ও সৈয়দ খালেদ আহমেদ।
এছাড়া জাতীয় দলের আশেপাশে থাকা সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেনরা আছেন।
বিপিএল মাতানো মৃতুঞ্জয় চৌধুরী, নাহিদুল ইসলামরাও হচ্ছেন ক্যাম্পের অংশ।
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ট্রেনিং ক্যাম্প করবে ২৩ ক্রিকেটার।
বাংলাদেশ টাইগার্স ক্যাম্প-
মুমিনুল হক সৌরভ, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলি, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাইম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন।