

৩ হাফ সেঞ্চুরির কল্যাণে কোয়েটা গ্লাডিয়েটর্সকে গুড়িয়ে দিয়েছে মুলতান সুলতান্স। ১১৭ রানের বিশাল জয় পেয়েছে মুলতান। এ হারের ফলে করাচি কিংসের মত প্লে অফে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে কোয়েটার।
টসে জিতে ব্যাটিং নেওয়ার মুলতানের ব্যাটিংয়ের ভিত্তি গড়ে দেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। দুই ইনফর্ম ওপেনার শান মাসুদ ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের মধ্যে উদ্বোধনীতে গড়ে ওঠে ১১৯ রানের জুটি। মাসুদ ৩৮ বলে ৫৭ রান করেন।
এরপর রাইলি রুশোর সাথেও ১০৩ রানের জুটি গড়েন রিজওয়ান। মাত্র ২০ বলে ফিফটি পূর্ণ করা রুশো ২৬ বলে ৯ চার ও ৪ ছয়ে ৭১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন।
মুলতান শেষ পর্যন্ত ৩ উইকেটে ২৪৫ রানের পর্বতসম স্কোর গড়ে। রিজওয়ান ৫৪ বলে ৭ চার ও ৩ ছয়ে ৮৩ রানে অপরাজিত থাকেন।
কোয়েটার পক্ষে মোহাম্মদ ইরফান, নাসিম শাহ ও গুলাম মুদাসসর ১টি করে উইকেট পান।
২৪৬ রানের টার্গেটে খেলতে নেমে উমর আকমল ও জেসন রয় ছাড়া কোয়েটার বাকি ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দেন। ১২৮ রানে শেষ হয়ে তাদের ইনিংস।
আকমল মাত্র ২২ বলে ২ চার ও ৬ ছক্কায় ৫০ রান করেন। রয় ১৯ বলে ৩৮ রান করেন।
মুলতানের পক্ষে আসিফ আফ্রিদি, ডেভিড উইলি, শাহনেওয়াজ দাহানি ও খুশদিল শাহ ২টি করে উইকেট পান।
ম্যাচ সেরার পুরস্কার পান রাইলি রুশো।
সংক্ষিপ্ত স্কোরঃ
মুলতান সুলতান্সঃ ২৪৫/৩ (২০), মাসুদ ৫৭, রিজওয়ান ৮৩*, রুশো ৭১, খুশদিল ১০, ডেভিড ০*; ইরফান ৩.৩-০-২৮-১, নাসিম ৪-০-৪১-১, মুদাসসর ৪-০-৫৬-১
কোয়েটা গ্লাডিয়েটর্সঃ ১২৮/১০ (১৫.৫), রয় ৩৮, স্মিড ১, আহসান ১, আকমল ৫০, ইফতিখার ৪, সরফরাজ ১৭*, তানভীর ৫, নুর ৮, নাসিম ২, মুদাসসর ০, ইরফান ০; আসিফ ৪-০-৪২-২, উইলি ২-০-২২-২, দাহানি ৩-০-২২-২, তাহির ৩-০-১৬-১, খুশদিল ২.৫-০-১৭-২
ফলাফলঃ মুলতান সুলতান্স ১১৭ রানে জয়ী
ম্যাচ সেরাঃ রাইলি রুশো (মুলতান সুলতান্স)।