

হারতে হারতে জয়ের কথা যেনো ভুলেই গিয়েছিল করাচি কিংস। অবশেষে ৯ম ম্যাচে এসে ১ম জয়ের দেখা পেয়েছে তারা। লাহোর কালান্দার্সকে তারা হারিয়েছে ২২ রানের ব্যবধানে।
The winning feeling 😍
Wasim Akram and Babar Azam are all smiles after the win tonight. Amazing performance 👏👏👏#PakistansFirstHDsportsChannel#ASportsHD #HBLPSL7 #LevelHai #PSL7 #PSL2022 #LQvKK pic.twitter.com/nvAJWOVvqX
— Karachi Kings (@KarachiKingsARY) February 18, 2022
শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৪৯ রানে অলআউট হয়ে যায় করাচি কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক বাবর আজম। এছাড়া লুইস গ্রেগরি ২৭ ও কাসিম আকরাম ২৬ রান করেন।
লাহোরের পক্ষে বল হাতে জামান খান ও রাশিদ খান ৪টি করে উইকেট পান।
জবাবে মীর হামজা ও ক্রিস জর্ডানের বোলিং তোপে ১২৭ রানে থেমে যায় লাহোরের ইনিংস। লাহোরের পক্ষে মোহাম্মদ হাফিজ ৩৩ ও ডেভিড ভিসা ৩১ রান করেন।
করাচির পক্ষে মীর হামজা ৪টি ও জর্ডান ২টি উইকেট নেন।
Mir Hamza, take a bow 🔥
Man of the Match against Lahore Qalandars tonight and receiving all the due credit from Chris Jordan too 👏#KarachiKings #HBLPSL7 #YehHaiKarachi #PhirJeetenge #LevelHai #LQvKK pic.twitter.com/jCLNkntB0x
— Karachi Kings (@KarachiKingsARY) February 18, 2022
দাপুটে বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার পান মীর হামজা।
সংক্ষিপ্ত স্কোরঃ
করাচি কিংসঃ ১৪৯/১০ (১৯.৫), ক্লার্ক ৪, বাবর ৩৯, শারজিল ২, আকরাম ২৬, নাজির ১৮, নবি ৮, ইমাদ ৮, গ্রেগরি ২৭, জর্ডান ০, উসমান ৫, হামজা ১*; শাহিন আফ্রিদি ৪-০-২৯-১, জামান ৩.৫-১-১৬-৪, রাশিদ ৪-০-১৭-৪, হাফিজ ২-০-১৬-১
লাহোর কালান্দার্সঃ ১২৭/৯ (২০), শফিক ৮, ফখর ১, গুলাম ১৩, হাফিজ ৩৩, সল্ট ৮, ব্রুক ২৬, ভিসা ৩১, রাশিদ ০, শাহিন আফ্রিদি ০, রউফ ১*, জামান ১*; হামজা ৪-০-২৭-৪, ইমাদ ৪-০-২৩-১, জর্ডান ৪-০-২৩-২
ফলাফলঃ করাচি কিংস ২২ রানে জয়ী
ম্যাচ সেরাঃ মীর হামজা (করাচি কিংস)।