

হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ পর্দা নামবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর। বিপিএল ফাইনালের আগে জেনে নিন ফাইনাল সামলাবেন কারা।
ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসাবে থাকবেন একজন দেশি ও একজন বিদেশি আম্পায়ার। মাসুদুর রহমান মুকুলের সঙ্গে প্রগিত রাম্বুকওয়েলা। গাজী সোহেল থাকবেন টিভি আম্পায়ার হিসাবে, তানভীর আহমেদ সামলাবেন ৪র্থ আম্পায়ারের দায়িত্ব।
View this post on Instagram
বিপিএল ফাইনালের বৃত্তান্ত-
ম্যাচ- ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ভেন্যু- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
সময়- ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার), সাড়ে ৫ টা
ম্যাচ রেফারি- এএসএম রকিবুল হাসান
অনফিল্ড আম্পায়ার- মাসুদুর রহমান মুকুল ও প্রগিত রাম্বুকওয়েলা
টিভি আম্পায়ার- গাজী সোহেল
৪র্থ আম্পায়ার- তানভীর আহমেদ।
Tags: বিপিএল বিপিএল ২০২২