

চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলা উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান নিজেকে মেলে ধরতে পারেননি। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে এগিয়ে চলা দলটি আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে মাঠে নামছে। সাকিব একাই ২-৩ জনের পারফর্ম করছে বলে বাকিদের উপর চাপ কম বলছেন সোহান।
ব্যাট হাতে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে ২৭৭ রানের পাশাপাশি বল হাতে ১৫ উইকেট সাকিবের। টানা পাঁচ ম্যাচে জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। এমন পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে আছেন সবার উপরে।
অন্যদিকে ফরচুন বরিশাল উইকেট রক্ষক নুরুল হাসান সোহান ৯ ম্যাচে মাঠে নেমে ব্যাট করার সুযোগ পেয়েছেন ৮ বার। তাতে ৭.৪২ গড়ে করতে পারেননি ৫২ রানের বেশি। বেশিরভাগ ম্যাচে অবশ্য নামতে হয়েছে মিডল কিংবা লোয়ার মিডল অর্ডারে। তবে ৩ নম্বর পজিশন সহ উপরের দিকে খেলেও হয়েছেন ব্যর্থ।
ব্যাটিংয়ে ব্যর্থ সোহান অবশ্য উইকেটের পেছনে আছেন চাঙ্গা। ১১ ক্যাচের বিপরীতে স্টাম্পিং আছে ৬ টি। কিপিং দিয়ে দলে অবদান রাখাটাকেও ইতিবাচক বলছেন সোহান। তপবে ব্যাট হাতে ব্যর্থতা ঢেকে দিচ্ছে সাকিব স্বীকার করলেন নিজেও।
ফাইনালের আগেরদিন আজ (১৭ ফেব্রুয়ারি) ট্রফি উন্মোচনে আসেন সোহান। নিয়মিত অধিনায়ক সাকিব পেটের পীড়াতে ভুগছেন বলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েসের সাথে ট্রফি উন্মোচনে সোহানকেই দেখা যায়।
পরে সংবাদ মাধ্যমের সাথে আলাপে নিজের পারফরম্যান্স মূল্যায়ণ করতে গিয়ে বলেন, ‘আসলে আমার খুব বেশি কিছু করা লাগেনি। টি-টোয়েন্টিতে সবাই প্রতিদিন রান করবে না। ক্রিকেট ব্যক্তিগত খেলা নয়, দলীয় খেলা। আমরা দল হিসেবে ভালো খেলছি। ফাইনালে যদি দলের জন্য কিছু করার সুযোগ আসে দলের জয়ে যেন অবদান রাখতে পারেনি।’
‘হয়ত ব্যাটিংয়ে রান করতে পারছি না। কিপিংয়ে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে সাকিব ভাই খুব ভালো ফর্মে আছে। একাই উনি ২-৩ জনের কাজ করে দিচ্ছে। ফাইনালে দলে অবদান রাখার লক্ষ্য থাকবে।’
দল হিসেবে সেরা হয়েই ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী সোহান প্রতিপক্ষকেও করছেন সমীহ।
ফাইনাল প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা ভালো ছন্দে আছি, একটানা অনেকগুলো ম্যাচ জিতেছি। শেষটা ভালো করতে পারলে সবার অনেক ভালো লাগবে। কুমিল্লা ভারসাম্যপূর্ণ দল, পুরো টুর্নামেন্টে ভালো খেলছে। কাল যারা ভালো খেলবে তারাই জিতবে।’
‘আমরা দল হিসেবে খেলেছি, এটাই লক্ষ্য থাকবে। কেউ ফিল্ডিং করে, কেউ ২টি ডট বল করে, কেউ একটা উইকেট নিয়ে, কেউ ১০ রান নিয়ে। টিম প্ল্যান অবশ্যই থাকে। কিন্তু এখানে বলাটা ঠিক হবে না।’