

২ টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা দল এখন নিউজিল্যান্ডে। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অবশ্য ১ম টেস্টের ১ম দিন একেবারেই ভালো কাটেনি সফরকারী দক্ষিণ আফ্রিকার। ম্যাট হেনরির পেস আগুনে পুড়েছে প্রোটিয়া ব্যাটাররা।
টসে জিতে আগে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। পেস দিয়ে ব্যাটারদের নাভিশ্বাস ওঠাতে থাকেন ম্যাট হেনরি।
নিজের করা প্রথম ওভারেই প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে সাজঘরে ফেরান হেনরি। অপর ওপেনার সারেল এরউই কোনমতে দুই অঙ্ক স্পর্শ করেন। কাইল জেমিসনের বলে সাউদিকে ক্যাচ দেবার আগে করতে পারেন ১০ রান।
সারেল ছাড়া দুই অঙ্ক স্পর্শ করেন কেবল জুবায়ের হামজা (২৫), কাইল ভেরেনে (১৮)। ১৫ ওভারে ২৩ রান খরচে একাই ৭ উইকেট নেন ম্যাট হেনরি। ৪৯.২ ওভারে ৯৫ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ১ম ইনিংস।
জবাবে ১ম দিনেই প্রোটিয়াদের রান শোধ করে লিড নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ৩ উইকেটে ১১৬ রান নিয়ে দিন শেষ করেছে তারা। ৩৬ রান করে আউট হয়েছেন ডেভন কনওয়ে। ৩৭ রান নিয়ে ২য় দিনে খেলতে নামবেন হেনরি নিকোলস, ২ রান করে অপরাজিত নাইট ওয়াচম্যান হিসাবে নামা নেইল ওয়াগনার।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে):
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসে ৯৫/১০ (৪৯.২)। এলগার ১, এরউই ১০, মার্করাম ১৫, ডুসেন ৮, বাভুমা ৭, হামজা ২৫, ভেরেনে ১৮, জানসেন ২*, রাবাদা ০, স্টারম্যান ০, অলিভিয়ার ১; সাউদি ১২-২-৩৩-১, হেনরি ১৫-৭-২৩-৭, জেমিসন ১১-৪-১৯-১, ওয়াগনার ৯.২-২-১১-১
নিউজিল্যান্ড ১ম ইনিংসে ১১৬/৩ (৩৯), লাথাম ১৫, ইয়াং ৮, কনওয়ে ৩৬, নিকোলস ৩৭*, ওয়াগনার ২*; জানসেন ৮-৩-১১-১, অলিভিয়ার ৮-১-৩৬-২
নিউজিল্যান্ড ২১ রানে এগিয়ে।